আজ থেকে এক বছর আগের এই দিনটিতে আমি তোমার সাথে অনেকটা সময় কাটিতিয়েছ। আর আজ আমি তোমার থেকে অনেক দূরে।
আজ ১০ মার্চ। তোমার জন্মদিন। খুব ইচ্ছে ছিল অনেক মজা করব।
কিন্তু কাঙ্খিত এই মুহূর্তে আমি একেবারে নীরব । তোমার অনুপস্থিতি আমাকে নিথর করে দিয়েছে। কষ্ট হচ্ছে । বলতো কষ্ট হয় কান? আর এই কষ্টটাই বা কি? কোথায় থাকে ওটা? কি হলে কষ্ট হয়? আমি জানিনা কেন হয় কষ্ট । তোমার কি অনেক কষ্ট ? ???
আজ তোমার এই শুভ দিনে কি সব বলছি, যাক আর এই সব কিছু নয়।
শুভ জন্মদিন।
ক্যামন আছ তুমি? বলতো তোমার বয়স কত হল? আর কত বছর পরে তোমার একশ বছর হবে? একশ বছর হলে কি তোমার ভুলো মন হবে। একটু পর পর কি তুমি সব ভুলে যাবে।
কি কি যে ভাবছি। আজ সারাদিন শুধু তোমাকে ভেবে চলছি, তবুও ভাবনা শেষ হচ্ছেনা।
চোখ বন্ধ করে শুধু তোমাকেই দেখেছি। তোমাকে আমার পাশাপাশি রাখার কল্পনা করেছি। একাগ্রচিত্তে শব্দহীন ঘরে তোমার কণ্ঠ শোনার তীব্র চেষ্টা করেছি।
এইতো এক বছর আগের ১০ মার্চের কথা খুব মনে পরছে । তোমাকে আমার খুব মনে পরে।
তোমার কি আমকে মনে পরে???
অনেক অনেক ভাল থেকো তুমি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।