তারা বলে সম্ভব না, আমি বলি সম্ভাবনা
মধ্যরাতে ১৬ কোটি বাংলাদেশীর অধিকাংশই যখন গভীর ঘুমে আচ্ছন্ন তখন সংবাদপত্রের ছাপাখানাগুলো শশব্যস্ত। শেষ মুহুর্তের তুমুল উত্তেজনা। বল তখন রিপোর্টারদের কোর্ট থেকে রিটাচারদের হাতের স্পর্শ নিয়ে চলে যায় ফ্যাক্টরীতে। নবজাতকের জন্ম হয় সেই সূতিকাগারে। তারপর শুরু হয় ছড়িয়ে পড়ার কাজ।
বাসে, ট্রেনে, লঞ্চে আর কাঁধে-বুকে করে দেশময় পৌছে যায় সূর্য্যি মামার জাগারও আগে।
তথ্য-প্রযুক্তির আশীর্বাদে এখন সংবাদপত্রের জন্য পাঠকের আর সুর্যোদয়ের প্রতীক্ষায় থাকতে হয়না। গভীর রাতেই জেগে ওঠে বাংলাদেশ। অনলাইন সংস্করেণ মুদ্রিত সংবাদপত্রের মতই হুবহু পড়ে নেয়া যায় প্রায় সবগুলো সংবাদপত্র। অনলাইনে রাতের সিংহভাগ পাঠকই সুদূর প্রবাসের বাংলাদেশীরা।
দূরে থেকেও তারা আছে কত কাছে!
তবে মাত্র ৩ শতাংশ বাংলাদেশী যেখানে ইন্টারনেট ব্যবহার করে, সেখানে অনলাইন সংস্করণের পাঠক সংখ্যা মুদ্রন সংস্করণের সমান্তরাল হতে আরও কিছুকাল অপেক্ষাই করতে হবে। তারপরও বাংলাদেশের সংবাদপত্র সমূহের অনলাইন সংস্করেণর পাঠক সংখ্যা কত, তা নিয়ে চলছে নানামুখী দাবী ও বিতর্ক। এ প্রশ্নের সঠিক জবাব পাওয়া না গেলেও বাংলাদেশ থেকে প্রকাশিত বাংলা ও ইংরেজী ভাষার দৈনিক সমুহের অনলাইন র্যাংকিং সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য জানা যায় http://www.alexa.com নামক ওয়েব সাইট থেকে। বিশ্বখ্যাত অ্যামাজন গ্রুপের এই ওয়েব সাইটটিই সারা বিশ্বের অনলাইন জরিপের সবচেয়ে বিশ্বাসযোগ্য ওয়েব সাইট হিসেবে সমাদৃত হয়ে আসছে।
বর্তমানে প্রিন্ট ভার্সণের মত অনলাইনেও পাঠক সংখ্যায় শীর্ষে রয়েছে প্রথম আলো।
এর পরের অবস্থান দুটিতে রয়েছে দৈনিক ইত্তেফাক এবং আমাদের সময়।
গত ২ নভেম্বর অ্যালেক্সার পরিসংখ্যান অনুযায়ী সারা পৃথিবীর ওয়েব সাইটগুলোর মধ্যে প্রথম আলোর অবস্থান ছিল ৩,২৩৫তম। দৈনিক ইত্তেফাক ৬,২২০তম, আমাদের সময় ১৩,৬১৫তম। ৪র্থ ও ৫ম স্থানে থাকা দৈনিক যুগান্তর ও ডেইলি স্টারের পয়েন্ট ছিল যথাক্রমে ১৪,৪৭৯ এবং ১৮,১৮০তম।
প্রিয় পাঠক, আপনিও দেখে নিতে পারেন, আপনার পছন্দের সংবাদপত্রটির অবস্থান।
প্রথমে http://www.alexa.com এ গিয়ে সবাই কান্ট্রিতে কিক করুন। এরপর বাংলাদেশ সিলেক্ট করলে দেখতে পাবেন টপ সাইটস ইন বাংলাদেশ। এখান থেকেই খুঁজে নিন আপনার কাঙ্খিত সংবাদপত্রটির অবস্থান। এজন্য প্রয়োজন হবেনা কোন ধরণের রেজিষ্ট্রেশন কিংবা ফি প্রদানের।
এ ব্যাপারে সংবাদপত্রসহ একাধিক জনপ্রিয় ওয়েব সাইটের নির্মাতা মুহিব আহমেদ এ প্রতিবেদককে বলেন, উচ্চ ক্ষমতা সম্পন্ন সফটওয়ার ব্যবহার করে ট্রাফিক মনিটরের মাধ্যমে এ্যালেক্সা এ ধরণের র্যাংকিং করে থাকে।
তিনি জানান, কোন পত্রিকার অনলাইন পাঠক ঠিক কতজন, তা শুধু সংশ্লিষ্ট সংবাদপত্রই জানতে পারে। এজন্য ঐ সংবাদপত্রটির ওয়েব সাইটটি যদি google এর এ্যানালেটিক্স এর সাথে ইন্ডিভিজুয়াল সাইটটিকে লিংক করে দেয়, তাহলে সংশ্লিষ্ট ওয়েব ডেভেলপারগণ জানতে পারবেন, ঠিক কতজন ঐ ওয়েব সাইটটি দেখেছেন। বর্তমানে বাংলাদেশের ছোট-বড় প্রায় সব সংবাদপত্রেরই অনলাইন সংস্করণ রয়েছে। এরমধ্যে আমাদের সময়, ডেইলি স্টার সহ বেশ কয়েকটি দৈনিক ২৪ ঘন্টা আপডেট করে থাকে। কিছু সংবাদপত্রের মধ্যাহ্নও সান্ধ্য সংস্করণও রয়েছে।
আবার বাংলাদেশ অবজারভারসহ বেশ কয়েকটি সংবাদপত্রের একসময় অনলাইন সংস্করণ থাকলেও বর্তমানে তা বন্ধ রয়েছে। এছাড়া শুধু অনলাইন সংবাদপত্র হিসেবে http://www.bdnews24.com এবং ব্লগ সমূহের মধ্যে http://www.somewhereinblog.net শীর্ষে রয়েছে। ই-মেইলঃ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।