আমাদের কথা খুঁজে নিন

   

অঙ্ক



"ছেলেদের নিয়ে জীবনে কখনো সিরিয়াস হবানা! জীবনেও না!! মরণেও না !!!" । কথাটা শুনেই চমকে উঠলাম। ভূতুড়ে অথবা দেবদূতের কন্ঠ শুনে চমকাইনি। আসলে জ্যামিতির জটিল একটা অঙ্কে ডুবে ছিলাম। আচমকা এইরকম জীবনমুখী বাণী শুনে তাই একটু চমকেগেছি ( )।

আমার সামনে যে নাদুশনুদুশ লালটু গুলটু বসে আছে...... এই মহৎ বাণী তারই। এই টেডিবিয়ারটা আমাকে অঙ্ক করায়, বুঝায়, শিখায়। টেক্সট বুকের অঙ্কের পাশাপাশি লাইফ বুকের অঙ্ক দেখিয়ে দেয়ার কাজটাও নিজেই কাঁধে তুলেনিয়েছে। সুযোগ বুঝে অঙ্ক থেকে মন উঠিয়ে সেটা আমার লালটু গুলটুর উপর ফেল্লাম । "কেনো??" বেশ আগ্রহ নিয়ে বল্লাম( যদিও আসলে ভান করলাম যেন কোন আগ্রহ নাই ) "ছেলেদের ইগো একটা বড় ব্যাপার , যেটা ওদেরকে সব কিছু থেকে বঞ্চিত করে......এমন কি ভালবাসা থেকেও।

আর মেয়েরা এই বেপারটা কখনো ধরতে পারেনা। " বেচারা এমন মলিন মুখে বললো আমার মায়া লাগলো ( এটা সত্যিই মায়া )। হায় হায় আমার টমাটু বিয়ার এইসব কি আবোলতাবোল কথা বলে! "আপনি নিজে এইটা বিশ্বাস করেন?" "অবশ্যই" বেশ কনফিডেন্স নিয়েই জানিয়ে দিল " এর পুরাটাই আমি বিশ্বাস করি"। আমি বুঝে গেছি। আমার অঙ্ক আর মিলবে না।

তাই জটিল গানিতিক সমস্যাটা অসমাপ্ত রাখার সিদ্ধান্ত নিয়ে নিলাম ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।