ডুবোজ্বর
১৩১০০৪
সজলপাথরের ডাকে সে চঞ্চল হয়েছিলে কখনো
গন্ধ ছিলো অন্ধফুলের টের পায় নি
বিরতি ছিলো যেটুকু কুসুমের
ভাঁজে ভাঁজে কাঁপন ছিলো
একবেলা দিশেহারা চোখে খোঁজা যায় হলুদসুন্দর
শর্ষেক্ষেত হলুদিয়াপাখি
ময়ূরপালক ঝিলিক ছিলো দশদিগন্তে
দিগন্তের কুয়াশায় মূর্তি ছিলো না রূপকথার
তার সলাজচোখ তারপরও খুঁজেছিলো
আসবে রাজকুমার পক্ষিরাজঘোড়ায় চেপে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।