আমাদের কথা খুঁজে নিন

   

দিগন্তের মেঘ

বিষন্ন দিনের, বিষন্ন সময়ের রূপকথা

দিগন্তের মেঘ, কি সুন্দর নত হয়ে স্পর্শ করেছে দূরের সবুজ । দিগন্তের ঐ সাদা সবুজ দূর থেকে কতই না আপন হয়ে ধরা দেয় কিন্তু সবসময় থেকে যায় সকল ধরা ছোঁয়ার বাইরে । আমাদের কিছু স্বপ্ন, কিছু চাওয়া , কিছু আশা ...... ঐ দূরের মেঘের মতই ...... দূর থেকে সুন্দর ....... যতই স্বপ্নটা কাছে এসে ধরা দিতে থাকে ততই তার ডালপালা গজিয়ে স্বপ্নটা আর স্বপ্নপূরণের মত হয় না । স্বপ্ন পূরণের প্রকৃত আনন্দটা রয়ে যায় সবসময় ধরা ছোঁয়ার বাইরে । স্বভাবতই মানুষ অস্থিরপ্রাণ তাই সবকিছু ঠিকমতো আগবাড়িয়ে বুঝে উঠতে পারে না । এই বুঝে উঠতে না পারার ব্যর্থতা লুকিয়ে সবসময় তাই স্বপ্নভঙ্গের দোহাই দেয় ।আর যে স্বপ্ন রোলিং , চলমান তা ত ভাঙ্গবেই ........ তবে কেনো এই অর্থহীন বুলি । দূরের মেঘ দূরেই থাক । কাছে আসলেই তা বাড়াবে আশাভঙ্গের বেদনা । দিগন্তের মেঘ ঐ দিগন্ত রেখাতেই স্বপ্ন দেখাক ! ! !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.