আমাদের কথা খুঁজে নিন

   

বার্ড ফ্লু



আমাদের যা জানতে হবে ও করতে হবে। বার্ড ফ্লু একটি ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ। এর জীবাণু বার্ড ফ্লু আত্রুান্ত হাঁস-মুরগী বা অন্যান্য পাখির মল,রক্ত ও শ্বাসনালীতে বাস করে। মানুষ ঘটনা চক্রে এ রোগে আক্রান্ত হয়। বয়স্কদের ক্ষেত্রে বেশির ভাগ সংক্রমণই ঘটেছে তাদেরমযারা আক্রান্ত পাখি জবাই বা পালক ছাড়ানোর জন্য নাড়াচাড়া করেছে।

আবার, যে সমস্ত শিশু আক্রান্ত পাখি বা মৃত হাাঁস -মুরগী নিয়ে খেলা করে তাদেরও এ রোগ হতে পারে। এ রোগটি সাধারণত শুরু হয় জ্বর-সর্দি-কাশির মাধ্যমে এবং পরে তা মারাত্মক নিউমোনিয়ার রুপ ধারণ করে যার পরিণতি হচ্ছে মৃত্যু। ১. খালি হাতে অসুস্ত্য বা অস্বাভাবিকভাবে মৃত হাঁস-মুরগী বা অন্যান্য পাখি ধরা-ছোঁয়া ও নাড়াচাড়া করা যাবে না। ২. বাড়িতে রোগে আক্রান্ত হাঁস-মুরগী জবাই করা-বা পালক ছাড়ানো অতবা নাড়াচাড়া করা যাবে না। ৩.রোগে আক্রান্ত হাঁস-মুরগী বা অন্যান্য পাখি ধরা-ছোঁয়া ও সেগুলো নিয়ে খেলাধূলা করা থেকে শিশুদের বিরত রাখতে হবে।

৪. হাঁস-মুরগী বা পশুপাখি ধরা-ছোঁয়ার পর ভাল করে সাবান বা ছাই এবং পানি দিয়ে দুই হাত পরিস্কার করে ধুতে হবে। সংগ্রহ:- ইকবাল জিল্লুল মজিদ, মিরপুর সূত্র: বার্ড ফ্লু: আমাদের যা জানতে ও করতে হবে শিরোনামের লিফলেট অবলম্বনে

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।