সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com
ফরাসি লেখক দ্যাফেন দু মরিয়েরের বার্ড নভেলাটি ইন্টারমেডিয়েটে পড়েছিলাম। বইটির অনুবাদ ছেপেছিল বাংলা একাডেমি। বার্ড নিয়ে সিনেমা হয়েছে তখনই জানতাম। তবে দেখার সুযোগ মেলেনি।
কিছুদিন আগে দেখলাম বার্ডও একগুচ্ছ হিচকক ফিল্ম। মাস্টার অব সাসপেনস বলে বিখ্যাত আলফ্রেড হিচকক। 1963 তে তৈরি করেছিলেন বার্ড। এক কথায় হরর। আমি ভেবে কুল পেলাম না যে সিনেমাটির শুটিং কীভাবে সম্ভব হয়েছিল।
কেউ কি জানেন এতগুলো পাখি কোথায় পেয়েছিলেন হিচকক? হাজার হাজার পাখি আক্রমন করে বসেছে লোকালয়ে। মানুষ হত্যা করছে। বাড়ি-ঘর ভাংচুর করে লঙ্কা কাণ্ড ঘটাচ্ছে। শিশুরা স্কুলে যেতে পারেছে না। বন্দী হয়ে সময় কাটাতে হচ্ছে।
এর মধ্যেই প্রেম। দ্যাফেন দু্য মরিয়েরের উপন্যাসে প্রকৃতির প্রতিশোধ জাতীয় অনুভূতি জেগেছিল আর হিচককের মুভিতে পেলাম মিস্ট্রি। এই সহস্র পাখির মন বড়ই মিস্ট্রিয়াস। বোঝা বড়ই কঠিন। সঙ্গে আছে এক নারী।
ক্যালিফোর্নিয়ার নির্জন এলাকাটিতে পাখিদের আক্রমণ শুরু হয় এই নারী সেখানে যাবার পরপরই। ভয় ধারনো ছবি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।