আমাদের কথা খুঁজে নিন

   

চীনে বার্ড ফ্লুতে মৃত ২২

ঝেজিয়াং স্বাস্থ্য ব্যুরো তাদের ওয়েবসাইটে জানায়, ১৭ এপ্রিলে এইচ৭এন৯ ভাইরাস সংক্রমণ ধরা পড়ার পর ৮৬ বছর বয়স্ক একজনের মৃত্যু হয়েছে।
তাছাড়া, ঝেজিয়াং এ আরো দুই বয়স্ক ব্যক্তির দেহে এ ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে।১৫ এপ্রিলে তারা অসুস্থ হয়ে পড়ে।এদের একজনের বয়স ৮৪ এবং অপরজনের ৬২ বছর।
কাছের আনহুই প্রদেশে মঙ্গলবার ৯১ বছর বয়সী আরো একজনের দেহে এ ভাইরাস সংক্রমণ ধরা পড়ার কথা জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।
গত মাসে ফ্লু সংক্রমণে প্রথম মৃত্যুর খবর প্রকাশ হওয়ার পর থেকে এ ভাইরাস আক্রান্ত মানুষের সংখ্যা এ পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ১০৮ জনে।
ভাইরাসটি মানুষ থেকে মানুষে ছড়াচ্ছে কিনা তা এখনো নিশ্চিত হতে পারেননি বিশেষজ্ঞরা।ভাইরাসটি কোথা থেকে ছড়াচ্ছে তা নিয়ে এখনো অনুসন্ধান চলছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা(ডব্লিউএইচও)।
কিছু পাখির নমুনা পরীক্ষায় এ ভাইরাসের উপস্থিতি ধরা পড়ার পর চীন কয়েক হাজার পাখি নিধন করেছে এবং হাস-মুরগির বেশকিছু বাজার বন্ধ করে দিয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।