আমাদের কথা খুঁজে নিন

   

আসাম ব্লাস্ট: ইদানিং কালের নন্দঘোষ বাংলাদেশের প্রতিবক্তব্য কি?

ফ্রম দ্যা হার্ট অফ ডার্কনেস

গত সন্ধ্যায় যখন আসাম বিস্ফোরনের খবর প্রথম দেখি আমি তখন এক ভারতীয় কলিগের রুমে বসে চন্ডগড় লায়ন্সের আর ঢাকা ওয়ারিয়র্স খেলা দেখছিলাম। বিস্ফোরণের খবর পাইতেই ভাবলাম এবার অবধারিত ভাবে বাংলাদেশের নাম না চলে আসে !এবং দুজন ভারতীয়'র সামনে সংখ্যালঘু একজন বাংলাদেশি হিসেবে আমাকে না আবার সেই অভিযোগ মৌনতা অবলম্বন করে মেনে নিতে না হয়!যাইহোক, তাৎক্ষণিক সংবাদে ইদানিং ভারতে সমস্ত বোমা হামলায় "যত দোষ নন্দ ঘোষ বাংলাদেশ নামটা আসে নাই"। তবে আমাকে হতাশ হতে হয়নি।আলজাজিরা'র ফলোআপ প্রতিবেদনে দেখলাম ইসলামিক মুজাহিদীন নামে একটা গ্রুপ দ্বায় স্বীকার করেছে।তবে অনেকেই সেইটা বিশ্বাস করেনা।তাদের ভাষায় মুল ঘটনা অন্যদিকে সরিয়ে নিতে কোন ভুঁইফোড় গ্রুপ এইরকম স্বীকারোক্তি দিতে পারে? তাইলে মুল ঘটনা কি, মুল দোষী কে? গৌহাটি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ডিপ্লোমেটিক কায়দায় সার্টেইন ট্রান্সন্যাশনাল ইনভলভমেন্ট পেলেও, পুলিশ চীফ কিন্তু কোন রাখঢাক না করেই বাংলাদেশ যে মুলহোতা তা বলতে কিন্তু কসুর করেননি। উনাদের বক্তব্যের লিন্ক দিতে পারলাম না তবে আল-জাজিরার এই লিংকেবাংলাদেশের নামটা পেয়ে উৎফুল্ল হইতে পারেন। উচ্চশিক্ষিত, ইংরজীপটু গণ্যমান্য ব্যাক্তিবর্গ দ্বারা পরিচালিত বাংলাদেশ সরকারের বক্তব্য কি? বিডিনিউজ, প্রথম-আলো খুঁজিয়া কিছুই পাহিলাম না। আপনারা কিছু জানেন নি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.