আমাদের কথা খুঁজে নিন

   

সাম্প্রদায়িক দাঙ্গায় জড়িতদের কঠিন শাস্তি

দেশের ক্রমবর্ধমান সাম্প্রদায়িক হিংসার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দোষীদের কঠিন সাজার ঘোষণা দিলেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। গতকাল নয়া দিলি্লতে দেশটির জাতীয় সংহতি সভার (এনআইসি) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার ৬০ বছর পরেও দেশে সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনা ঘটছে, এটা খুবই দুর্ভাগ্যজনক। প্রধানমন্ত্রীর মতে রাষ্ট্রবিরোধী শক্তি মাঝেমধ্যেই মাথাচাড়া দিয়ে ছোট ঘটনাকে দাঙ্গায় রূপ দিচ্ছে। এসব শক্তি ও দোষীকে শাস্তি দিতে আমাদের সরকার বদ্ধপরিকর। দাঙ্গায় উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, 'একটা সামান্য ঘটনায় মুজাফফরনগরে যেভাবে ৫০ জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে তা ভাবাই যায় না, শুধু প্রাণই নয়, ঘরছাড়া বহু মানুষ, বিপুল পরিমাণ সম্পত্তিও নষ্ট হয়েছে।' তিনি বলেন 'বিহার, জম্মু-কাশ্মীর, হায়দরাবাদে মাঝেমধ্যেই সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনা ঘটছে, যা সত্যিই উদ্বেগজনক।'

যদিও এ ধরনের সংঘর্ষ কমানোর জন্য সব রকমের চেষ্টা চালানো হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, অসমেও গোষ্ঠী সংঘর্ষ এড়ানোর যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে তবুও সেখানে সংঘর্ষের ঘটনা ঘটছে। তিনি বলেন, কোনো দেশের উন্নতি তখনই হবে যখন দেশের মহিলারা আর্থিক ও সামাজিক স্বাধীনতা পাবে। কিন্তু শুধু পুলিশ দিয়ে এ অবস্থার বদল ঘটানো যাবে না। এর জন্য আমাদের দৃষ্টিভঙ্গিকেও বদলানোর প্রয়োজন আছে বলে মনে করেন প্রধানমন্ত্রী।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.