আমাদের কথা খুঁজে নিন

   

কোটি টাকার যন্ত্রপাতি আসেনি এসেছে খালি বা

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের জীবন রক্ষাকারী যন্ত্রপাতির পরিবর্তে খালী বাঙ্ সরবরাহ করার ঘটনায় তদন্ত শুরু হচ্ছে। আজ দায়-দায়িত্ব নিরূপণে মন্ত্রণালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। গত জুন মাসে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কোটি টাকা দামের অটোক্লেভ, হার্টের বাল্ব, ও বাইপাস অপারেশনের যন্ত্রপাতি সরবরাহ করার কথা ছিল। অভিযোগ উঠেছে, হাসপাতালের পরিচালকসহ কয়েকজন এসব অনিয়মের সঙ্গে জড়িত। সেল ফোনে জানতে চাইলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. মজিবর রহমান ফকির বাংলাদেশ প্রতিদিনকে বলেন, মন্ত্রণালয় থেকে তদন্ত শুরু হচ্ছে। তদন্তে দোষ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রণালয়ের সূত্র জানায়, কোনো সরকারি প্রতিষ্ঠানে পাঁচ লাখ টাকার বেশি মালামাল ক্রয় কিংবা মেরামত করতে হলে দরপত্র আহ্বান করার বাধ্যবাধকতা রয়েছে। অথচ হৃদরোগ হাসপাতালের পরিচালক অধ্যাপক আবদুল্লাহ আল সাফী মজুমদারের কাছের লোক হওয়ায় গত জুন মাসে বিভিন্ন মালামাল সরবরাহের জন্য মেসার্স হাসান এন্টারপ্রাইজকে অবৈধভাবে কোটেশনের নামে প্রায় ১০ লাখ টাকার কাজ দেওয়া হয়েছে। কোটেশনে পাওয়ার ক্যাবল সরববাহে প্রকৃত দামের চেয়ে ১৪ গুণ বেশি মূল্য দেখিয়ে সরকারি টাকা লুটপাটের সুযোগ দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। পাওয়ার ক্যাবল আমেরিকার তৈরি উল্লেখ করা হলেও সেটি বাংলাদেশি বলে জানা গেছে। হাসান এন্টারপ্রাইজ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে গোপন আতাত করে গত জুন মাসে কোটি টাকার অটোক্লেভ যন্ত্রের পরিবর্তে শুধু মাত্র বাঙ্ পাঠিয়ে বিল তুলে নেওয়ার চেষ্টা করে। কিন্তু সার্ভে কমিটি বাঙ্টি খুলে দেখেন তার ভেতরে কোনো যন্ত্রপাতি নেই। হাসপাতাল কর্তৃপক্ষ যাচাই-বাচাই না করেই ওই একই প্রতিষ্ঠানটিকে কোটি টাকার যন্ত্র সরবরাহ করতে অনুমোদন দেয়। কিন্তু যন্ত্রের পরিবর্তে খালি বাঙ্ দেওয়ার বিষয়টি ফাঁস হলে থলের বিড়াল বেরিয়ে পড়ে। প্রকিউরমেন্ট ও হিসাব শাখাসহ হাসপাতালের সংশ্লিষ্ট সূত্র জানায়, মালামাল না দিয়েই ঠিকাদারি প্রতিষ্ঠানটি আগাম আংশিক বিল নিয়ে গেছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.