আমাদের কথা খুঁজে নিন

   

তারপরেও ভারতের গুণগানে আমরা মগ্ন।

অবুঝের মত কিছু শব্দ আসে, কালবৈশাখী ঝড়ের মত হৃদয়ে ঢেউ তোলে, তারপর অদৃশ্য হয়ে যায়......আর আমি তাদের খুঁজতে থাকি, হৃদয়ের পরম মমতায়.....! খুঁজে পাইনা জন্য বেঁচে থাকা, পেলে হয়ত মরে যেতাম....!

এই না হলো দেশটির নাম ভারত। যারা সীমান্তে নিরীহ বাংলাদেশীদের হত্যা করে। বিচারের নামে প্রহসন করে অভিযুক্তকে বেকুসুর খালাস দিয়ে দেয়। ওদের বিচার ব্যবস্থার প্রতি ঘৃণা জানানোর ভাষা আমার জানা নেই। আমার দেশের মাননীয়(!!!) পররাষ্ট্র মন্ত্রী কি বলবেন...এটাই এখন দেখতে চাই...আর ক্ষমা করো ফেলানী আমাদের...তোমার হত্যার বিচার মিললো না...ক্ষমা করো আমাদের... এবার বর্ডার হত্যাকান্ড নিয়ে একটা ঘটনা বলি, ৭ জুন ২০১০ আমেরিকান এক ‘বর্ডার পেট্রোল এজেন্ট’র গুলিতে এক মেক্সিকান কিশোর নিহত হয়।

কিশোরটির বয়স ঠিক ফেলানীর সমান, মাত্র পনেরো। মেক্সিকান প্রান্তে মাথায় গুলি লেগে জোয়ারেয নামের ছেলেটির করুণ মৃত্যু হয়। এক মৃত্যুতেই ইউএস-মেক্সিকো সম্পর্কে মারাত্মক টান পড়ে। দক্ষিণ আমেরিকার এক গরিব দেশ হলো মেক্সিকো। কিন্তু আত্মসম্মানবোধে তারা আমাদের চেয়ে হাজার গুণ এগিয়ে।

মেক্সিকোর ক্ষিপ্ততায় আমেরিকা ভড়কে যায়। অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার ঘটনার দ্রুত সিভিল ইনভেস্টিগেশনের ঘোষণা দেন। বলেন, ঘটনাটি ‘এক্সট্রিমলি রিগ্রেটেবল’, অপরাধীকে শাস্তি দেয়া হবে ইত্যাদি। ওদিকে নিহত জোয়ারেযের পরিবার আমেরিকান গভর্নমেন্ট, সংশ্লিষ্ট সব ফেডারেল এজেন্সির বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছিল। খোদ আমেরিকারই এক ল’ ফার্ম পরিবারটির পক্ষে মামলা দেখভাল করার দায়িত্ব নিয়েছিল।

কিন্তু আমাদের দেশের কূটনৈতিক ব্যর্থতার ফলে গত দু’দশক ধরে শত শত ফেলানীর মৃত্যু হয়েছে ওই অসুর বাহিনীর হাতে.........!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.