আমাদের কথা খুঁজে নিন

   

যদিও নকল, তারপরেও পড়ুন!

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি। [ পুরাপুরি নকল করা, কিছুই নিজের না! মূল এইখানে] শ্রদ্ধেয় উপদেশ ভাই, অনেক দুঃখে এই চিঠি লিখছি, আশা করি, আপনি আমাকে সাহায্য করতে পারবেন। কদিন আগের কথা, সকালে অফিসে যাওয়ার সময় ঘরে আমার স্বামীকে রেখে যাই। সে তখন টিভি দেখছিল। যা হোক, গাড়িতে উঠলাম।

মাইল খানেক যাওয়ার পরই বিগড়ে গেল গাড়িটা। কী করি, ফিরে চললাম বাসার দিকে, স্বামীর সাহায্যের আশায়। ঘরে পা রাখতেই মাথাটা ঘুরতে লাগল। বিশ্বাস করতে পারলাম না নিজের চোখকে! দেখি, আমার স্বামী সোফায় বসে দাঁত কেলিয়ে হাসছে, পাশে ঘনিষ্ঠ হয়ে বসে আছে পাশের বাসার এক মেয়ে! দুঃখে বুকটা ফেটে গেল। আমার বয়স ৩২, স্বামীর ৩৪।

আর পাশের বাড়ির ওই মেয়েটির বয়স ১৯। দশ বছর হয় আমাদের বিয়ে হয়েছে। স্বামীকে চেপে ধরতেই আমার পা ধরে বসল! বলল, গত ছয় মাস ধরে তাদের সম্পর্ক! উপদেশ ভাই, এখন আপনিই বলুন, আমি কী করতে পারি। এই বিপদ থেকে উদ্ধার করুন আমাকে! ফৌজিয়া করিম বনানী, ঢাকা প্রিয় ফৌজিয়া, গাড়ি স্টার্ট নেওয়ার পর কিছুদূর গিয়ে থেমে যেতে পারে ইঞ্জিনের বহুবিধ সমস্যার কারণে। সবার আগে আপনার গাড়ির ফুয়েল লাইন পরীক্ষা করুন।

দেখুন সেখানে কোনো জায়গা ফুটো হয়েছে কি না। যদি তা ঠিক থাকে, তাহলে ভ্যাকুয়াম পাইপ ঠিক আছে কি না দেখে নিন। যদি সেটাও বহাল তবিয়তে থাকে তাহলে যাবতীয় তার পরীক্ষা করতে পারেন। যদি এদের সবগুলোই ঠিক থাকে তাহলে বুঝতে হবে ইনজেকটরে লো ডেলিভারি প্রেশারের কারণে আপনার ফুয়েল পাম্পে সমস্যা দেখা দিয়েছে। আশা করি, আপনার সমস্যার সমাধান হবে।

উপদেশ ভাই ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।