আমাদের কথা খুঁজে নিন

   

এক্কেরে আজাইরা...

পথ বাঁধতে চেয়েছিল বন্ধনহীন গ্রন্থি...

এটা গতকাল সন্ধ্যায় লেখা...দিনলিপি হিসেবেই পোস্টাইলাম... হায়রে কপাল মন্দ...বাসায় এসেই ভাবলাম নেটে গিয়ে একটু গেজানোর পরে চা টা খেয়ে গরম পানি দিয়ে জম্পেশ একটা শাওয়ার নিব...[আম্মু গরম পানি না দিলে বাঁশ দিবে বলে হুমকি দিয়েছে বলেই নিব...নইলে...এহ!...বেইল আছে?]... আর এখন দেখি শালার নেটের লাইন গেছেগা...[ভ্যাআআআ...]অবশ্য আমার বুঝা উচিত ছিল, যে বৃষ্টি হইছে তাতে পরীক্ষা না থাকলে আমার নিজেরে টাইনা বাইর করা যাইতোনা...আর এখন ঐ ব্যাটারা কেনই বা আমার জন্য বের হবে?...যাই হোক আমার ব্লগানো নিয়ে কথা...আমি নোট প্যাডে লেইখখা রাখি পরে পোস্টামুনে... [এখন চা বিরতি...আমেরিকান আইডল জর্ডিন স্পার্ক্স এর নো এয়ার শুনি আর মাথা দুলাইয়া চা পান করি...হেহে...] চা খায়া ফেলাইসি...এখন সারাদিনে কি হইছে তাড়াতাড়ি কইয়া ফুটি...মাইর খাওয়ার সমূহ সম্ভাবনা আছে নাইলে...আমারতো মনে হয় আমার খালি না আমার বাচ্চার বয়েস ২২ হইলেও আমার আম্মাজান আমারে মাইর দিবেই... [হেহে এট্টু ২২ বছর কপচাইতে দেন...আর মাত্র ৭ দিন পরেই আমার বয়েস বাইড়া যাইব...হায়রে কি দুষ্ক...!!!] [এখন বাজে কেসির ইজ ইট ইউ...আহা কি হট গান শুনলে নাচবার ইচ্ছা জাগে মনে...ইশশিরে...আমার এট্টা জামাই থাকলে এট্টু নাইচা লইতাম...আবার দুষ্ক...]যাই হোক আজকে পরীক্ষা যা দিলাম না...অরে আমার মা রে...খাতা দেইখখা ম্যাডাম তার দুই পোলারে ডাইকা কইবেন, 'ওরে মনারে, তোরা কোথায়রে...এট্টু দেইখখা যা...মাইয়াডা কত্তগুলান কৌতুক লেখসেরে...হাহাহাহাহহাহাআ...'হেহে আমি আইজকা ইংরেজীতে সমাজ পরীক্ষা দিছি...উনারে কি দোষ দিমু...নিজের খাতা দেইখা নিজেরি হাসি পাইতেছিল...একেক্টা প্রশ্নের আমি যা আনসার দিছিনা...মারদাঙ্গা হইছে...এক্কেরে হুলুস্থুল...আমার হাতের লেখা এম্নিতে ছুডু ঐটারে সুন্দর রাখাবার চাইলে বড় কইরা লেখা যাইবোনা...পৃষ্ঠা বাড়াইতে জীবন বের হয়ে গেছে...তবে আজকে আমি খাতা শেষ করছি...[হেহেহে...ভার্সিটি জীবনে খুব বেশীবার এই ঘটনা হয়নাই...]...আমার সামনে রাফি [শালার বিষ্ঠা!!!]২টা এক্সট্রা খাতা নিছে...[শালায় কি খায়া আইছিল আল্লাহ মালুম...]...আমি আর আমার পিছনে জাভেদ ফিসফিসায় কই 'কি ইন্সাল্ট...রাফির বাচ্চা কিন্তু আমাগো নাম খারাপ করার লাগছে...' যাই হোক [ কইছিলামনা সব প্রশ্নে সিরাজুদ্দৌলারে পটকাইয়া ফেলামু?...পারিনাইক্কা...এক্টা প্রশ্নে অরে খানিক্টা টানা হেচঁড়া কইরা ছাইড়া দিছি...]...লেখবার তো কিছুই পাইনা...খানিকক্ষণ পরে পরে সবাইরে ঘুইড়া ঘুইড়া দেহি...[টাইম পাস...]...প্রতিবার ঘড়ির দিকে চাইয়া টাশকি খাই...হায়রে কত সময় বাকি...গুঙ্গুনাইয়া এট্টু এভ্রিলের গানও গায়া লইলাম...সময়ের সময় মত সময় শেষ হইল...বাইর হইয়া দেখি ক্লাস আঁতেলগো মুখে তেল তেলে হাসি...[ব্যাপক পরীক্ষার লক্ষণ...]...গা জ্বলে গেল...এট্টু আড্ডা দিয়া...রাফি, জাভেদ, ওসমান, সারজিদ, রাব্বি...[আমার বন্ধুরা সবতে পোলা...আমারেও ওরা পোলাই ভাবে...হায়...]সবাইরে টোকাইয়া ডেইরী গেইটের অখাদ্য গলাধঃকরণ কইরা ওভারব্রীজ পাড়াইয়া পূবালী বাসে উইঠা বাসায় ফিরতে ফিরতে ৫.৩০...তারপরেই পিসি ছাইড়া আন্নেগো লগে গেজাইতে বইলাম... দেখি গোসল সাইড়া দোলার বাসায় গিয়ে ওরে পটাইতে পারলে এহনি পোস্টামু... ভালা থাইকেন আপনেরা...একটা গল্প মাথায় ঘুড়তাছে খপ কইরা ধইরা লেইখা ফেলাইতে হইব...ভাইয়ারে না দেখাইয়া অবশ্য পোস্টামুনা...উনি যা লেখেন...[উড়িব্বাপ...]তার ভইন হইয়া আজাইরা বকবক করতে পারি...কিন্তু আজাইরা গল্প লেইখখা তার নাম কক্ষোণো পচামুনা...নেভভার... আসি তাইলে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.