আমাদের কথা খুঁজে নিন

   

ভাষ্কর্য পুনঃস্থাপনের দাবিতে আজ সরব ছিল রাবি ক্যাম্পাস



রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আজ সরব হয়েছে বিমানবন্দর থেকে বাউল মূর্তি সরানোর প্রতিবাদে। দুই শতাধীক প্রতিবাদী শিক্ষার্থী এবং সাথে কয়েকজন শিক্ষক সকাল ১১টায় কেদ্রীয় গ্রন্থাগারের সামনে জমায়েত হয়ে প্রথমে আধা ঘণ্টা মানব-বন্ধন করে, এরপর তাদের একটা র‌্যালি ক্যম্পাস প্রদক্ষিণ করে এবং সর্বশেষ তারা গ্রন্থাগারের সামনে জমায়েত হয়ে বাউল মূর্তি সরানোর প্রতিবাদ এবং যথাস্থানে ভস্কর্যগুলো পুনঃস্থাপনের দাবি জানায়। তারা দেড় পৃষ্টার একটা প্রতিবাদলিপি পড়ে শোনায়। ফোকলোর বিভাগের শিক্ষক-শিক্ষাথীরাও আজ ক্যাম্পাসে মিছিল করে ভাস্কর্যগুলো পুনঃস্থাপনের দাবি জানিয়েছে। এর কিছুক্ষণ আগেই ছাত্র শিবির সাধারণ শিক্ষাথীর ব্যানারে মানববন্ধন করে একজনের গলায় ঝোলানো প্লাকার্ডে লেখা ছিল “ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করতে হবে”!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.