প্রতিটি গোধূলিই একটি দিনের মৃত্যুর ঘোষণা। পিশাচের ভূমি (রাজাকার কাদের মোল্লার রায় উপলক্ষে লেখা) -পাগলা জাঈদ নিয়মের ডামাডোলে, সব শালা চোর রে নেশা খোর নয় সব, রক্তের খোর রে, ঘুষে ঢাকা বাংলার, পাপী এই শহরে সব যেন পচে গেছে, পিশাচের কহরে। শিবিরের ডামাডোলে, ভীতু সব বেঞ্চ ভাই, আজো সব পরাধীন, কাদেরের রায়ে পাই, মন্ত্রী রা বড় চোর, একশনে না গিয়ে প্রধাণমন্ত্রী চোর, তালে তালে তা দিয়ে। নেতা বল, ক্রেতা বল, ব্যবসায়ী, আমলা সব আজ পাপে ভরা, নিজে আজ সামলা, মন্ত্রীরা চোর, সাথে চোর আমি, তুমি যে দেশ আজ নিশাচর পিশাচের ভূমি যে। এই যদি সিস্টেম, স্বাধিনতা কি কাজে ? স্বাধিনতা হরিলুট, খেসারতি কে সাঁজে ? পিশাচের রাজনীতি, মসজিদ কাবা তে, আম লোকে মরে ভূত, শকুনের থাবা তে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।