আমাদের কথা খুঁজে নিন

   

একটি মনুষ্যবেশী পিশাচের অবিশ্বাস্য কাহিনী.........১ম কিস্তি

আমি কবি নই ছড়াকারও নই

জন্ম কাহিনী: সামাজিকভাবে সবাই জানে এই পিশাচটি জন্ম নেয় একজন ধর্মপ্রাণ মুসলিমের ছেলে হিসেবে বাংলাদেশের একটি বৃহত্তর জেলা শহরের একটি হাসপাতালে। আমার ধারণা, হাসপাতালে ধর্মপ্রাণ মানুষটির পুত্র জন্মের পর কোন মনুষ্যবেশী শয়তান সেই পুত্রের বদলে এই পিশাচটিকে বদলে দেয়। যা হোক, সামাজিকভাবে সে তার বাবা মায়ের ২য় পুত্র। সন্তান হিসেবে ৫ম। শৈশব, কৈশর: চেহারা সুরত ভাল হওয়ার কারণে এবং শয়তানি বুদ্ধির প্রতিভা তার মধ্যে অল্প বয়সেই বিকশিত হতে দেখা যায়।

এবং নিজের শয়তানি বুদ্ধির জোরে নিজেকে অন্যদের কাছে প্রিয় করে তোলে। যৌবন: তার আসল চেহারা প্রকাশিত হতে শুরু করে যৌবনের শুরু থেকেই। তার চাচাতো বোন থেকে শুরু করে সমগ্র নারীকূলের প্রতি তার দুর্নিবার আকর্ষণ এবং লিপ্সা লক্ষ্য করা যায়। নানা কৌশলে, ছলে বলে সে তার গোষ্ঠীর সবচেয়ে সুন্দরী চাচাতো বোনটিকে নিজের এবং চাচাতো বোনরে পরিবারের অমতে একরকম জোর করে বিয়ে করতে সমর্থ হয়। কিন্তু তার নারী লিপ্সা কমার বদলে দিনদিন বাড়তে থাকে।

সাথে যোগ হয় টাকার প্রতি অদম্য নেশা এবং যেকোন প্রকারে টাকা উপার্জনের ধান্দা। দোকানদারী, মাষ্টারী, মজুতদারী থেকে শুরু করে সরকারী জমি দখলের দালালী করে তাকে ধীরে ধীরে প্রচুর রোজগার করতে দেখা যায়। তখন সে আবিষ্কার করে, দরিদ্র মানুষের অভাবকে বিক্রি করে প্রচুর টাকা বানানোর কৌশল। সে শুরু করে এনজিও ব্যবসা। ধান্দাবাজ মানুষ হিসেবে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে পরিচয়ের সূত্র ধরে সে পেয়ে যায় ধান্দাবাজীর সোনার খনি।

এনজিওর নাম দিয়ে বিদেশ থেকে আসতে শুরু করে লক্ষ্ লক্ষ টাকা। এবং সেগুলো কিঞ্চিতই দরিদ্র মানুষদের কাছে পৌঁছায়। কিন্তু তার নিজের জায়গা জমি সম্পদ বাড়তে থাকে। সততার প্রতীক বাবার ছেলে আলাদীনের আশ্চর্য প্রদীপ তাকে ঢাকার অদূরে জমি, এবং এলাকায় জমির টাকা জোগাড় করে দেয়। চৌদ্দ গোষ্ঠীকে সেই এনজিওতে চাকুরীর সুযোগ করে দেয় এবং শুরু করে গোষ্ঠীগত লুটপাট।

তার ভাস্তে এবং কয়েকজন ভাগ্নের ভাগ্যের উন্নতি লক্ষ্য করা যায়। এক সময় সে চলে আসে ঢাকা। ঢাকায় জমি কেনা হয়। সেই জমিতে সুরম্য দালান ওঠে। সবই হয় সেই আলাদীনের চেরাগের (এনজিও) কারসাজীতে।

তার সন্তান পড়ে দেশের সবচেয়ে ব্যয়বহুল প্রাইভেট ভার্সিটিতে। আর নারীর ক্ষমতায়নের নামে এনজিওর ছত্রছায়ায় তার বিকৃত যৌনাচার মেটাতে আসতে থাকে একের পর এক নারী তার জীবনে। এবং অধিকাংশ তার সন্তানদের সামনেই, হেরেমখানায়। চলবে..........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.