যেদিন মেডিকেলে ভর্তি পরীক্ষার রেজাল্ট বের হলো, সেদিন একটা স্মরণীয় এবং রোমান্টিক ঘটনা ঘটলো। তখন পত্রিকায় রেজাল্ট ছাপা হতো। আমি জেনেছিলাম দুপুরের পরপরই। ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছি। আমাদের শহরে পত্রিকা যেতে দুপুর ১টা বেজে যেতো।
বাবা বাসায় ফিরলেন সন্ধ্যায়। ফিরে বললেন, শিখার বাবার সাথে তার দেখা হয়েছিল। সেও ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে। তার বাবা বলেছেন, "আপনার ছেলেকে ঢাকা মেডিকেলেই পড়ান। ওর জিম্মায় থাকলে মেয়েটাকে নিয়ে আমি নিম্চিন্তে থাকি।
" কথাটা আপনাদের মত আমারও অবিশ্বাস্য লেগেছিল। কিন্তু, বাবা এভাবে বানিয়ে রসিকতা করবেন বলে বিশ্বাস হয় না। এই ঘটনাতে শিখার প্রতি আমার দুর্বলতাটা বেড়ে গেলো।
বুয়েটে ইলেকট্রিক্যালে চান্স পেয়েছিলাম। হয়তো শিখার কারণেই ঢাকা মেডিকেলকে বেছে নিয়েছিলাম।
মেডিকেলে ভর্তি হবার পর সে হিজাব পরা শুরু করলো। মেডিকেলের দিনগুলো কিছুদিনের মধ্যেই বিঃস্বাদ হয়ে গিয়েছিল। তবুও সে এবং ফজলে রাব্বী হলের কাঠালী চাপা ফুলের মিষ্টি গন্ধ সেই দিনগুলির স্মৃতিকে এখনো মধুময় করে রেখেছে। সেসব কথা আরেক পর্বে বলবো।
চলবে ...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।