আমাদের কথা খুঁজে নিন

   

আমার শহরে শরত নেই

দাগ খতিয়ান নাইতো আমার/ঘুরি আতাইর পাতাইর...

শহরে শরত না পেয়ে ছুটছিলাম গ্রামের দিকে। সুনামগঞ্জের সীমান্তনদী ‘‘চলতি’’ ধরে লঞ্চকোষায় ছুটছিলাম শরতের খুঁজে। তারপর গ্রামের মেঠোপথ ধরে, সবুজ কচি ধান গাছের ঢেউ দেখে তম্ময় হয়ে দেখছিলাম মেঘালয় পাহাড়, মেঘনীল নোয়া দিগন্ত। পাহাড়ছোঁয়া কুচিকুচি মেঘের ওড়াওড়ি, আহ কি দারণ... বিশ্বম্ভরপুরের পলাশ গ্রামে থমকে দাড়ালাম। মেঘরঙ্গা শরত আমাকে ডাকছে।

হাওয়ায় কাঁপন তুলে উড়ছে যেন এলোচুলের কিশোরী। ক্যামেরার চোখে দেখার আগে নিজের চোখে ভালো করে দেখে নিলাম শরতকে। একগোছা নিয়ে এলাম শুভেচ্ছা জানাবো কাউকে। কে নেবে এমন সুন্দর আড়াফুল। কেউকি গাঁথবে চুলের খোঁপায় এমন নির্মল? দোকানের রজনী গন্ধা, লাল গোলাপ বা অন্যান্য দামি ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর রেওয়াজ এখন আমাদের সমাজে চালু।

তাই অবহেলায় গ্রামের জাঙ্গালে, নদী ও পুকুরপাড়ে পড়ে থাকে স্নিগ্ধ শরতের কাশফুল। গ্রামের শিশু কিশোর-কিশোরীর মন ছুঁয়ে দেয় শরত, দখনে হাওয়ার তালে তালে কাঁপন তুলে স্বাগত জানায় তাদের। আর্টিস্ট সুলতানের সাহসী কিষাণ কন্যারাও আবেগে উতলে ওঠে শরতের নীলনোয়া কাশবন দেখে। শরত নিয়েছে বিদায় শহর থেকে? হে তিলোত্তমা...হে কংক্রিট শহর তুমি কি একখন্ড উর্বর ভূমিও আর অবশিষ্ট রাখনি একগোছা কাশবন জন্ম দিতে? আমি কাকে দেবো মেঘশাদা একগোছা শরত? কার গহীন চুলের খোঁপায় গুজে দেবো এমন সুন্দর... আমি মেঘের ভেলায় ছুঁয়ে ছুঁয়ে ডুবে যাই কাশবনের গহীনে। আমি এবার ঘুমুতে চাই কাশ ও নলখাগড়ার বনের ধারে।

বাশপাতার ভারিক্কী সংগীতের তালে নিতে চাই নিশ্বাস নিমিষে.. আরো একটি ব্যক্তিগত অভিজ্ঞতা ‘প্রেমিকারা কাশফুল খোঁপায় গাথলে স্নিগ্ধতায় ভরে যেতো পৃথিবী’। কিন্তু খোঁপায় গাথার মতো শহরে কোথাও কাশফুল নেই বলে বন্ধুর অনন্ত আফসোস। তাই তার সঙ্গে খোঁপায় গাথার জন্য কাশবন পাঠশালায় শরত স্নিগ্ধতায় তম্ময় হতে ছুটছিলাম শহর, শহুরে বর্জ্য ভাগার নদী, ইটভাটা...আরো কত হাজার বছর...। তারপর একদিন পেয়ে গেলাম সুনামগঞ্জের সীমান্ত উপজেলা দোয়ারাবাজার মরাচেলা নদী। সীমান্ত নদী মরাচেলার মোহনায় ঘননীল মেঘালয় পাহাড়ের ছায়ায় ডানা মেলে শ্বাস নিচ্ছে কাশপরী।

বি¯তৃত বালুচরে এ কাশ বাগান যখন দখনে হাওয়ার ঝাপটায় দোলে তখন পাহাড়নদী ঘেঁষা মরাচেলা নদীতে পৃথিবীর শব্দহীন এক সঙ্গীতধারা বয়ে যায়। যার তাল লয়ে মরাচেলা নদী হঠাৎ যেন জীবন ফিরে পায়...। পৃথিবীর সকল প্রেমিকদের আমন্ত্রণ রইল। আমার শহরে শরত নেই। আবার এসো শরত নীলনোয়া বনের ধারে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।