আমাদের কথা খুঁজে নিন

   

হাজার হাজার লোকমান হেকিম পয়দা করে যে ফুল

রাজা

বাংলায় একটি কাহিনী প্রচলিত আছে যে, একদা লোকমান হেকিম নামে এক কবিরাজ ছিল এবং তার সঙ্গে গাছ কথা বলতো। সেই কাহিনী আজকে আপনাগো সামনে কমু। একদিন লোকমান হেকিম রাস্তা দিয়া যায়, যাইতে যাইতে গিয়া পড়লো এক জঙ্গলের সামনে। লোকমান হেকিম জঙ্গলের পাশ দিয়া হাটে আর নতুন নতুন গাছ দেখে। গাছের সামনে গিয়া দাড়ায় সাথে সাথে গাছ তারে সম্মান জানায়।

যেই গাছ সামনে পড়ে তারে জিগায় তোর নাম কি আর কি কামে লাগছ। এই করতে গিয়া খারাইলো আমলকি গাছের সামনে এবং জিগাইলো তোর নাম কি আর কাম কি । গাছ উত্তর তারে সম্মান জানাইয়া উত্তর দিলো আমার নাম আমলকি। আমি ভিটামিন সি এর ভান্ডার বিভিন্ন কাজে লাগি এই সব। এরপর আস্তে আস্তে আম, কলা, জাম, বাসক, লজ্জাবতী, কাটানটি, চুতরা, করমচা, হিজল, বট সব গাছের প্রশ্ন করতে করতে যাইতে লাগলো।

হঠাৎ দেখে একটা নতুন গাছ। এর আগে লোকমান হেকিম দেখে নাই। যথারীতি সে সেই গাছের সামনে দাড়াইলো এবং জিজ্ঞাসা করো ওরে গাছ তোর নাম কি আর কি কামে লাগছ । গাছ নিশ্চুপ। লোকমান আবার জিগায়।

গাছ আবারও নিশ্চুপ। এইবার লোকমান রেগে গিয়ে জিগায় - ওরে বেয়াদপ গাছ তোর নাম কি আর কি কামে লাগস? গাছ ও সামান তেজে উত্তর দেয় "তোর মতো হাজার হাজার লোকমান হেকিম পয়দা করাই আমরা কাম" সুতরাং পাঠক সাবধান এই গাছ থেকে। ফুলের নাম - গাঁজা এই টার বাংলা নামঃ গাঁজা অন্যান্য স্থানীয় নামঃ গঞ্জিকা, সিদ্ধি, Somango, Marijuana অনেক নাম বিদ্যমান বৈজ্ঞানিক নামঃ Cannabis sativa বৈজ্ঞানিক বিভাজন এভাবে - Kingdom: Plantae , Division: Magnoliophyta, Class: Magnoliopsida,Order: Urticales, Family: Cannabaceae,Genus: Cannabis Species: C. sativa আপাতঃ সুন্দর এই গাছ একটি মাদকদ্রব্যের গাছ। এর থেক অনেক গুলি মাদক দ্রব্য তৈরী হয়। এই গাঁজায় রয়েছে টেট্রা হাইড্রোক্যনাবিনল নামে এক রাসায়নিক উপাদান যা নেশা তৈরী করে।

মাদকদ্রব্য সব সময় বর্জনীয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.