মিডিয়ার খবরাখবর, আদালতের আদেশ এবং সরকারের বিভিন্ন কর্মকান্ডের প্রেক্ষিতে জনমনে এই ধারণা বদ্ধমূল হচ্ছে যে, হয়ত সরকার পালানোর পথ খুঁজছে। কেন এই পিছু হটা। জনগণের এই ধারণা সঠিক হতেও পারে । কারণ না পালানোর মততো তেমন উল্লেখযোগ্য কোন ভাল কাজ করেনি এই সরকার। শুধু শুধু দুর্নীতিবিরোধী অভিযান ও রোডশো'র নামে কোটি কোটি টাকার জ্বালানি খরচ করা হয়েছে।
আর বিটিভিকে পূর্বতন সরকারগুলোর মতোই নিজের দখলে রেখে উপদেষ্টাগণ তাঁদের মটিভি পর্দায় ছবি দেখিয়েছেন, আকাশ-পাতাল বক্তব্য দিয়েছেন।
বিচার বিভাগের স্বাধীনতার নামে কার্যত: বিচার বিভাগকে পুরো মাত্রায় যে সরকারের কবজায় রাখা হয়েছে তার প্রমাণ বিচার বিভাগের বিপরীতধর্মী অবস্থান।
মানবাধিকার কমিশন গঠন করলেও এই সরকার মানবাধিকার লঙ্ঘন তথা নির্যাতনের অভিযোগে অভিযুক্ত আর্মি অফিসারদের জাতিসংঘ শান্তি মিশনে পাঠিয়েছে।
জঙ্গি মদদদাতা-গডফাদার এবং শীর্ষ জঙ্গিদের কেউই ক্রসফায়ার বা এনকাউন্টারে মারা যাননি, তবে নিষিদ্ধ সর্বহারা দলের বহু শীর্ষ নেতা ক্রসফায়ার নামের কথিত বানোয়াট গল্পের নায়ক হয়েছেন এই সরকারের আমলেই। মুখে দুর্নীতিবিরোধী ও মানবাধিকারবান্ধব সরকার হিসেবে প্রচার-প্রপাগান্ডার ঢাকঢোল পিটানো হলেও দুর্নীতি যে কমেনি এতটুকুও বরং বেড়েছে কয়েকগুন তা দেশের আপামর জনতা হাড়ে হাড়ে টেচর পাচ্ছেন।
মুসলিম সম্প্রদায়ের পবিত্র মাস রমজানে বি্শ্বের বিভিন্ন দেশে (মুসলিম দেশ) দ্রব্যমূল্য কমার খবর পাওয়া গেলেও বাংলাদেশে তার লক্ষণ নেই। জনগণ দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রশ্নে এই সরকারকে বিশ্বচ্যাম্পিয়ন ভাবছেন।
এই সরকারের প্রধান কাজ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা। কিন্তু তার যে ঘোষিত রোডম্যাপ দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে তাকে ব্যাহত করতেই নাকি এখন উপজেলা নির্বাচন করার মতলব এঁটেছে সরকার, এই অভিযোগ শুধু রাজনৈতিক শিবিরেরই নয় বরং সাধারণ জনতাও তা বলতে শুরু করেছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।