মির্জামিয়ার ইচ্ছাই ছিল তারে নিয়া পত্রিকায় হেডলাইন অইলে রাতারাতি হিট খাওয়ার। নাইলে দুনিয়ার কোন হ্যাকার নিজের বাড়িঘরের ঠিকানা পাবলিকলি কইয়া বেড়ায়? সে সফলকাম হয়েছে।
কালো ভাইদের ইমপোটেন্ট(!) সাইট অহনও ঠিক হয় নাই। এক্সপ্লোরারের চাকতি ঘুইরা ঘুইরা হয়রান হইয়া কইল, অই ঠিকানায় ইরর। হতেই পারে। টুর আর ইজ হিউম্যান। আর ওইটাতো কেবল সামান্য একটা ওয়েভ সাইট!
নাকি হ্যাকিং হওনের ভয়ে ঠিকানা বদলায়া নতুন ঠিকানায় উঠছে? মনে হয় এইবার ঠিকানা আর কাউরে দিবো না! যদি আবার হ্যাক হয়!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।