মোগল আমলে তৈরী পাঁচশত বছরের প্রাচীন শাহী ইদগাহে সিলেটের প্রাচীনতম স্থাপত্যশৈলীর এই নিদর্শন। ঈদগাহের মূল ভূ-খণ্ডে ২২টি সিঁড়ি মাড়িয়ে উঠতে হয়। উঁচু টিলার ওপরই ১৫টি গম্বুজ সজ্জিত মূল ঈদগাহ। টিলার মূল ঈদগাহের সামনের দিকে ৮টি গম্বুজ। নিচে বৃক্ষ ছায়ায় বিস্তৃত মাঠ এবং সীমানা প্রাচীরের চারদিকে রয়েছে-ছোট বড় ১০টি গেট। ঈদগাহের পুর্ব সীমানায় যে পুকুরখানা রয়েছে সেটা আগে আরো বড় ছিল, মুসল্লীদের নামাজের সুবিধার্থে সেটা এক তৃতীয়াংশে ছোট করে ফেলা হয়েছে। সপ্তদশ শতকে ঢাকা মোগল সম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। সম্রাট আলমগীর - যিনি আওরঙ্গজেব নামে সমধিক পরিচিত ছিলেন তখন দিল্লীর সম্রাট, অন্য মোগল বাদশাহদের মত তিনি বড় বড় স্থাপন বানিয়ে রাজকোষের অর্থ খরচ করতেন না, তার সময়ে নির্মিত অল্প কয়েকটি মাত্র বড় স্থাপনার খোঁজ পাওয়া যায়, এর মাঝে লাহোরের বাদশাহী মসজিদ, দিল্লীর লাল কেল্লার মসজিদ আর সিলেটের শাহী ঈদগাহ। চলুন দেখে আসি সবাই মিলে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।