আমাদের কথা খুঁজে নিন

   

শাহী মির্জাকে ছেড়ে দিন, নিজেদের সংশোধন করুন।

বিস্মৃতি ও বিষাদটিলা

গল্পের সেই শিশুটার কথা মনে নেই, যে উলঙ্গ রাজাকে আঙ্গুল তুলে বলে দিয়েছিলো, 'রাজা তুমি ন্যাংটা'! এই কথাটাই রাজাকে বলার কেউ ছিলো না। অমাত্য বা পরিজন- কেউই না। শুধু ঐ বাচ্চাটাই পেরেছিলো। গল্পে, রাজাকে ঐ কথা বলার পর শিশুটির কী হয়েছিলো আমরা জানি না, কিন্তু যে বাচ্চা ছেলেটা বাংলাদেশের সবচেয়ে এলিট ফোর্স এর সাইট হ্যাক করে দেখিয়ে দিল, সরকারি সাইটগুলি কতটা অনিরাপদ, কত সহজেই হ্যাক করা যায়, সেই ছেলেটার কী অবস্থা হবে তা আমরা যে কেউ বুঝতে পারি। কিছু হোক না হোক, তাকে সাইবার ক্রাইমে বিচার করে সাজা দেয়ার চেষ্টা করা হবে আর যেহেতু সে সেনাবাহীনির সাইট হ্যাক করেছে বলেও স্বীকার করেছে, সেহেতু তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ ও আনা হতে পারে।

কিন্তু আমি নিশ্চিত, হ্যাকিংয়ের মাধ্যমে রাষ্ট্রের দিকে ছুড়ে দেয়া বাচ্চাছেলেগুলোর ম্যাসেজ কেউই বুঝবে না। বরং যে কোনও মূল্যে এদের চরিত্রহননের চেষ্টা করা হবে। যাতে সাধারন মানুষের মন তাদের প্রতি বিষিয়ে তোলা যায় এবং সেই সাথে সরকারি প্রতিষ্ঠানের সাইট হ্যাক করার প্রতিশোধ নেয়া যায়। কিন্তু এটা বোধহয় কোনো সমাধান নয়। আজ শাহী মির্জা যেটা করেছে, তা কাল বিদেশে বসেও যে কেউ করতে পারে।

সেক্ষেত্রে, আসামী ধরা তো দুরের কথা, সাইট পুনরুদ্ধার করা যাবে কিনা সন্দেহ। তাই আমরা এদের নিয়ে অতটা মাথা না ঘামালেও পারি। সরকারের উচিৎ হবে, কী করে তাদের সাইটগুলো আরো সিকিওর করা যায়, সেটা নিয়ে ভাবা। তোর সাথে এই বাচ্চাছেলেগুলোকে ছেড়ে দিলে আমার মনে হয়, কারো ক্রেডিটের কোনো ক্ষতিবৃদ্ধি হবে না। এরা সরকারকে কোনোভাবে ব্ল্যাকমেইল করতে চেয়েছে- এমন কথা এখন পর্যন্ত কেউ বলেনি।

এরা শুধু প্রমাণ করে দিতে চেয়েছে, আমাদের সরকারি সাইটগুলো কতটা অনিরাপদ। ওয়েব সাইট অনিরাপদ, এটা প্রমান করার জন্য সেই সাইট হ্যাক না করে আর কোনো উপায় থাকে বলে মনে হয় না। কিন্তু সেই অপরাধে কারো সাজা হলে, আগামীতে এদেশটার জন্য ভালোবেসে কেউ কিছু করতে আসার সময় অন্তত দশবার ভাববে। তার চেয়ে সরকারের উচিৎ নিজেদের সংশোধন করা, সাইটগুলোর নিরাপত্তা নিশ্চিত করা।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.