আমাদের কথা খুঁজে নিন

   

অন্ধ ও বধির দৃশ্য

/

১. সব ঠিক আছে। এই আমার হাত, পা অস্থি মজ্জা মগজ চারপাশের সব কিছু ঠিক আছে বাড়ি ঘর, আলোকসজ্জা, রাস্তাঘাট, ট্রাফিক জ্যাম যেখানে যেমন ভেবে যাই তার সবকিছু ঠিক আছে। দৃশ্যে বধিরতা এসেছে। ক্রমাগত ব্যবহারে আচারগুলো ক্ষয়িষ্ণু তবু অন্ধকার এলে দরজা বন্ধ করতে হয় পার্শ্ববর্তী নিছক অভ্যাসের হাত হাত বাড়িয়ে রাখে একটি কালো ছায়া শরীর হতে নামে কোন দূরত্বে যাবে জানে না তাই আবার শরীরেই ফিরে যায়। ২. কিভাবে বাঁচে ? বাহ ! সবাই তো বেশ বেঁচে আছে দিব্যি পড়াশুনো, চাকুরী বাকুরী, সংসার - সন্তান লালন পালন বললাম, ভালো আছো ? সবিশেষ কৌতুহল আর সন্দেহবাতিকতা উত্তর না দিয়ে চলে গেল সে। আমার পাশে তাকে দেখলেম। ৩. প্রতিবার নিজের শবের সাথে ব্যভিচার করে চিৎকার দেই জন্মের উল্লাসে অতঃপর নরকবাসে নখের ছোবলে রক্ত জমে থাকে মৃত্যু অভিলাষে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।