নির্বাচন কমিশনের সঙ্গে ওয়ার্কার্স পার্টির সংলাপ
জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করুন : ওয়ার্কার্স পার্টি
নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর তৃতীয় দফা সংলাপ শুরু হয়েছে। আজ প্রথমে নির্বাচন কমিশন ওয়ার্কার্স পার্টির সঙ্গে সংলাপে বসে। ওয়ার্কাস পার্টির পক্ষে সংলাপে নেতৃত্ব দেন দলের সভাপতি জননেতা কমরেড রাশেদ খান মেনন। সকাল সাড়ে ১০টায় এ সংলাপ শুরু হয়ে তার দেড় ঘণ্টা পর্যন্ত চলে।
নির্বাচন কশিনের পক্ষ থেকে সংলাপে নেতৃত্ব দেন প্রধান নির্বাচন কমিশনার ড. এ টি এম শামসুল হক, নির্বাচন কমিশরার ব্রিগেডিয়ার (অব·) এম শাখাওয়াত হোসেন ও মুহম্মদ ছহুল হোসাইন।
সংলাপে ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা, জাতীয় নির্বাচনের তফশিল ঘোষণার আগে উপজেলা নির্বাচনের তফশিল ঘোষনা না করা, 'না' ভোটের বিধান বাতিল করা, জরুরি অবস্থা প্রত্যাহার করে নির্বাচন দেওয়াসহ আরো কিছু দাবি উত্থাপন করা হয়েছে। এছাড়া এই স্বল্প সময়ের মধ্যে তাদের পক্ষে রাজনৈতিক নিবন্ধন না হওয়া ও সীমানা পূণর্নির্ধারণ সিদ্ধান্ত বাতিলের কথা বলা হয়।আজ নির্বাচন কমিশন বিভিন্ন সময়ে সাম্যবাদী দল, গণতন্ত্রী পার্টি ও জাতীয় পার্টির (এরশাদ) সঙ্গে সংলাপে বসবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।