আল বিদা
আমি স্কুল লাইফে আর সবার মত ভালই ক্রিকেট খেলতাম। কিন্তু একদিক দিয়ে আমি অন্যদের চেয়ে একটু এগিয়েই ছিলাম। আর তা হল 'অহংকার'। নিজেকে ইমরান খানের কাছাকাছি কিছু একটা ভাবতাম। সেরকম অহংকারের গল্প বলছি।
১
ঐ খেলায় আমরা আগে ফিল্ডিং করছিলাম। অপজিট দল বোলিং এন্ডে বসে ছিল। খেলার শেষ অভার করার সময় আমি শুনলাম তারা আমাকে তাড়াতাড়ি আউট করা নিয়ে প্ল্যান করছে। এশুনে তো আমার মাটিতে পা পড়ে না। ইমরান খানের মত ওয়ান ডাউনে ব্যাট করতে নামলাম।
প্রথম বলেই উড়ায় মারতে গেলাম। লজ্জায় মাথা হেট করে বোল্ড আউট হয়ে বাইরে আসলাম।
২
আরেক খেলায় অপজিট টীমের ক্যাপ্টেন মাঠের বাইরে থেকে ব্যাটসম্যানকে বলল আমার অভারে সামলায় খেলতে। আর আমার অলটারনেট অভারে হিট করতে। এশুনেও আমি উড়ে উড়ে বোলিং করা শুরু করলাম।
ঐ ব্যাটসম্যান মোটামুটিভাবে আমার বোলিং ক্যারিয়ারের ইতি ঘটায় দিল।
৩
আমি জানতাম আমার বোলিংএ মারাত্বক পেস। একেবারে ওয়াকার ইউনিসের মত। নিউ ডিওএইচএসের মাঠে একবার খেলতে গেলাম। তখন আমি অনার্সে পড়ি।
আমার মারাত্বক পেসের বলে(!) স্কুল ক্রিকেট খেলা ছোট ছোট ছেলেরা যেভাবে বাউন্ডারী লাইনের ফিল্ডারদের দৌড় প্র্যাকটিস করাল আর তাদের মাথার উপর দিয়ে বল উড়াল: মূলত ঐদিনই আমি ক্রিকেট খেলা ছেড়ে দিলাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।