nh@nhasive.com
অনেক আগ থেকেই রেল ভ্রমণের খুব শখ আমার....কিন্তু রেল ভ্রমণ আর হয়ে উঠেনা......কিছুদিন আগে মহাখালী থেকে কাওরান বাজার আসবো....অনেক সময় দাড়িয়ে কোন যানবাহন না পেয়ে বিরক্ত হয়ে চিন্তা করলাম রেল ভ্রমণ যেহেতু হয়ে উঠেনি তা হলে রেল লাইণ ভ্রমনটা হয়ে যাক......দূরত্বের কথা চিন্তা না করেই তাই রেল লাইন দিয়ে হাঁটা শুরু করলাম......একটু হাঁটতেই লক্ষ করলাম আমরা সাধারণত যেভাবে হাঁটি রেললাইন দিয়ে সেভাবে হাঁটা সম্ভব নয়....একটি একটি করে লাইনের নীচের কাঠে পা দিয়ে দিয়ে হাঁটতে হয়...একটা বাদ রেখে হাঁটতে গেলে অল্প একটু হাঁটলেই দারুন ক্লান্তি ভর করে...যাই হোক শুরু হলো আমার রেললাইন ভ্রমণ...
মহাখালী থেকে একটু সামনে যেতেই নাকে এসে লাগলো তীব্র দূর্গন্ধ......পাশে দেখি ময়লাযুক্ত একটি নালা বয়ে গেছে...সামনে এগুতেই কেমন যেন ভয় ভয় লাগলো...রেল লাইন দিয়ে আমি একলাই হাঁটছি...পাশেই বস্তির নানা ধরনের মানুষ...সামনে যেতেই দেখি লাইনে বসে একজন গাঁজা খাচ্ছে...সামনেই হাঁটতেই চোখে পড়লো নানা দৃশ্য...বস্তির ঘরগুলোর সামনে বসে আছে কেউ...ছোট ছোট ছেলেমেয়েগুলো কেউ লাইনে বসে খেলছে কেউ বা দৌড়াদৌড়ি করছে...মহিলারা যে যার কাজে ব্যস্ত...পুরুষরা কেউ কেউ তাস খেলছে...আর অতি উৎসাহী অনেকে খেলা দেখছে...চারপাশ দেখছি আর সামনে এগুচ্ছি...একটু পর পর দেখা যায় রেললাইনে বসে আছে কয়েকজন বিচ্ছিন্নভাবে হাত পা মেলে...যাদের ডিঙ্গিয়ে যেতে হচ্ছে...একটু সামনে যেতেই বাজার চোখে পড়লো...বাজারের পাশে কেউবা ক্যারামবোর্ড খেলছে...কেউবা লুডু খেলছে....আর লাইনগুলোর নীচে পাথরের চেয়ে নানা ধরনের ময়লাসহ বিভিন্ন ধরনের জিনিসে ভর্তি...এভাবেই চার পাশ দেখে হাঁটতে লাগলাম...
তেজগাঁও রেলস্টেশনের সামনে আসতেই মনটা একটু খারাপ হয় গেল...কারন এখানে আমার এক বন্ধু যে কিনা গুরুতর আহত হয়েছে....যাই হোক স্টেশনের একটু আগেই বেশ কিছু দৃশ্য দেখলাম...এক জায়গায় লাইনের পাশেই বসে দুটো শিশু ভাত খাচ্ছে...খালি কন্টেনারগুলোতে দেখি সবাই জামা কাপড় শুকাতে দিয়ে রেখেছে...একজনকে দেখলাম অনেকদিন বন্ধ থাকা একটি কন্টেনার এর নীচে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে...আরেকটু সামনে এগুতেই চোখে পড়লো একদল রেল শ্রমিকের কাজ...যারা নানা কায়দা কসরত করে রেললাইনের বড় বড় লোহার লাইনগুলো একটা ঠেলাগাড়িতে তুলছে...
হাঁটতে হাঁটতে অবশেষে আমার গন্তব্যে চলে এলাম...আর ভাবলাম ভালো কিছু অভিজ্ঞতা হলো....আর রেললাইন ভ্রমনটাও হয়ে গেল...ব্লগার বন্ধুরা আপনারাও করতে পারেন রেললাইন ভ্রমন...অভিজ্ঞতার ঝুলিটা বাড়বে....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।