আমাদের কথা খুঁজে নিন

   

রেললাইন ও জোনাকি দেখার গল্প

শুদ্ধতা খুব ছোট বেলায় একবার বাবার হাত ধরে রেল লাইন দেখতে গিয়েছিলাম...নিজ চোখে প্রথম রেল লাইন দেখা...প্রথম দেখার সে কি কৌ্তূহল আমার...ছোটবেলার শুদ্ধ চোখে অবাক বিস্ময় নিয়ে লাইনটার দিকে তাকিয়ে থাকা...একটা বারের জন্য দুইটা লাইন কেনো এক হয়ে যাচ্ছে না তা নিয়ে বাবাকে প্রশ্ন করে অস্থির করে তোলা...একটা সময় বাবা অস্থির হয়ে বললো, যা দৌড়ে গিয়ে দেখে আয় কোথায় গিয়ে এক হয়ে গেছে...খানিকটা দৌড়াবার পর বুঝতে পারলাম লাইন দুটো কখনও এক হবে না...ফিরে আসলাম... এরপরের প্রশ্ন- কখন ট্রেন আসবে...বাবা বলল রেল লাইন এ কান পেতে শুনতে কোনো আওয়াজ আসে কিনা...অধীর আগ্রহে কান পেতে দিলাম সেই লোহার পাত এ...নাহ, সে দিন কোনো আওয়াজ পাইনি আমি... এবার ফেরার পালা...ফেরার সময় চারদিকে আঁধার নেমে গেছে...বাবা বলল একটু পর একটা জিনিস দেখবি...আমি অপেক্ষায় থাকলাম কিছু দেখার আশায়...অসাধারন এক দৃশ্য দেখলাম তখন...রেল লাইন এর চারপাশ জুড়ে অসংখ্য বাতি জ্বলছে আর নিভছে...জোনাকির আলোয় ভরে গেছে চারপাশটা...রেল লাইন এর পাত গুলোতে আলো দেবার তাদের সে কি আপ্রান চেষ্টা ...সময় যেন হঠাৎ থমকে গেল...আমার প্রশ্নের ডালপালাও চুপ হয়ে গেল...বাবার হাত ধরে সেই রহস্যময় আলো আঁধারি পেছনে ফেলে আস্তে আস্তে সামনে এগুতে লাগলাম... আজ বাবা নেই...রেল লাইন দেখলে আজও সে দিনটার কথা মনে পরে...সেই আঁধার, সেই অচেনাকে জানার কৌতূহল এখনও যেন আমাকে তাড়িয়ে ফেরে... আমাদের জীবনটাতেও এমন অনেক গল্প আছে যে গল্পগুলো রেল লাইন এর মতো কখনো এক হবে না...অনেক দূরে দূরে থেকে যাবে একেকটা গল্প...কিন্তু রেললাইন আলো করা জোনাকিগুলো কখনো আমাদের জীবনের গল্পগুলোতে আলো দিবে না...আজও মাঝে মাঝে আমি সেই জোনাকি খুজে ফিরি.... যদি কখনও তাদের পাওয়া যায় এই আশায়...কিন্তু গল্প আলো করা জীবনের জোনাকি গুলো অধরাই থেকে যায়...

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.