আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্ন নীলা

শূন্য দৃষ্টি মেলেছি আজ বাহির পানে

নিলিমা । অসময় কি,তুমি জানলে না, নিলাটা তোমার, আমার সেতো লক্ষী বড়, এই কুটির ঘীরে তা তুমি ভাবলে না। ভূল ছিল কি? কোথায়? মিছে ভূল বুঝে মিছে সুখের নেশায় লোকালে কিভাবে বল, লোকালেই বা কোথায় মেন কি পরেনি কভূ নিলাটার কথা....। ছোট্র নীর ছোট্র নীলা.. আর এক অবহেলার সাথী, তবে আজ একা তুমি দিয়েছ সঙ্গ সব ভূলে,করে ছিন্ন কুটির। সুখ,মমতা,ভালবাসা আর এতটুকু বিশ্বাস আচলে ডাকা নীলা সব তার ডুবেছে আঁধারে ছিলে মোর,ছিলে ভিন্ন করেছ ছিন্ন, ভূলে মঘ্ন,হলে জগন্য ভূলেও ভাবলে না আমায় না হোক সুখের নীর............. আর নীলাটার কথা।।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.