থাইল্যান্ডে কয়েক সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী আন্দোলনের পর উত্তেজনা কমে আসায় জারি করা জরুরি অবস্থা তুলে নেওয়া হচ্ছে। আজ জরুরি অবস্থা তুলে নিয়ে অভ্যন্তরীণ নিরাপত্তা আইন জারি করা হবে বলে দেশটির কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে বিবিসি। গতকাল অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠকে সিদ্ধান্তটি অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা। জাতীয় নিরাপত্তা বিভাগের প্রধান প্যারাদোর্ন প্যাট্টানাথাবুর্ত্র রয়টার্সকে বলেন, আন্দোলন স্তিমিত হয়ে আসায় জরুরি অবস্থা তুলে নেওয়ার বিষয়ে আমরা একমত হয়েছি। আজ থেকে জরুরি অবস্থার পরিবর্তে অভ্যন্তরীণ নিরাপত্তা আইন চালু হয়ে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বহাল থাকবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।