শুক্রবার জুমার বয়ানে প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, আমাদের পরিপূর্ণ ইমানদার হতে হলে স্বচ্ছভাবে জীবনযাপন করতে হবে। জীবনের সব ক্ষেত্রে স্বচ্ছতা থাকতে হবে। অর্থনৈতিকভাবেও আমাদের স্বচ্ছ হতে হবে। লেনদেন হচ্ছে মানুষের চারিত্রিক শোভা। যার লেনদেন ভালো সে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায়। যার লেনদেন ভালো নয় মানুষ তাকে প্রত্যাখ্যান করে, তাকে এড়িয়ে চলে, বিপদে সে কারও সাহায্য-সহযোগিতা পায় না। হজরত ইমাম মুহাম্মদ (র.)-কে তার শিষ্যরা প্রশ্ন করেছিলেন হুজুর আপনি তো শরিয়তের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে অনেক মূল্যবান কিতাব রচনা করেছেন, কিন্তু তাসাউফ সম্পর্কে তো কোনো কিতাব লেখেননি? জবাবে তিনি বললেন, কেন আমি 'কিতাবুল হুজাজ' লিখেছি না। শিষ্যরা বললেন, এটা তো লেনদেন সম্পর্কিত কিতাব। তিনি বললেন, লেনদেনে স্বচ্ছতাই হচ্ছে আসল তাসাউফ। যার লেনদেন সঠিক নয় তার আধ্যাত্দিকতার কোনো মূল্য নেই। একজন মুসলমান ও সুনাগরিক হিসেবে সমাজ-রাষ্ট্রের প্রতিও আমাদের দায়িত্ব আছে। এ ব্যাপারেও আমাদের সচেতন হতে হবে। নিজেদের উদ্যোগে জনকল্যাণমূলক কাজে শরিক হতে হবে এবং রাষ্ট্রীয়ভাবেও জনকল্যাণমূলক কাজ ও রাষ্ট্রীয় উন্নয়নে অংশগ্রহণ করতে হবে। তাহলে সাদকায়ে জারিয়ার সওয়াব পাওয়া যাবে। রাষ্ট্রীয় জনকল্যাণমূলক কাজে শরিক হওয়ার অন্যতম উপায় হচ্ছে সরকারকে যথাযথভাবে কর প্রদান করা। সঠিকভাবে কর প্রদান করলে দেশের উন্নয়ন হবে। জনগণের কল্যাণে সরকারের বিভিন্ন পদক্ষেপ গ্রহণে সহায়ক হবে। কর না দিলে আমাদের বিদেশি সাহায্য নিতে হয়। ঋণ নিতে হয়, তাদের কথা মতো চলতে হয়, টাকা খরচ করতে হয়। ফলে আমাদের মাথায় ঋণের বোঝা চেপে বসে। আর কর ফাঁকি না দিলে আমরা আমাদের দেশকে নিজেদের মতো করে গড়ে তুলতে পারব, দেশের উন্নয়ন করতে পারব, বিভিন্ন সমস্যা সমাধান করতে পারব। কর না দিলে দেশ অচল হয়ে যাবে। বিদেশি সাহায্যনির্ভর হয়ে যাবে। কর ফাঁকি দেওয়া গুনাহর কাজ। এটা এক ধরনের মিথ্যা ও প্রতারণা যা কবিরা গুনাহ। ইমানদার ব্যক্তির এ কাজ করা শোভনীয় নয়। তাই আমাদের মধ্যে যারা করদানে যোগ্য তাদের সবাইকে যথাসময় কর প্রদান করতে হবে। আগামী ৩০ সেপ্টেম্বর আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ। আপনি আপনার আয়কর পরিশোধ করুন এবং রাষ্ট্রীয় উন্নয়নে অংশগ্রহণ করুন। আয়কর প্রদান আপনার নৈতিক ও রাষ্ট্রীয় দায়িত্ব। আল্লাহ আমাদের তাওফিক দিন। আমিন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।