আমাদের কথা খুঁজে নিন

   

রাজনৈতিক অস্থিরতায় স্বাস্থ্য কার্যক্রম ব

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের টানা অবরোধ-হরতালে ভেঙে পড়েছে চট্টগ্রামের স্বাস্থ্যসেবা খাতের নানা কার্যক্রম। ওষুধসহ বিভিন্ন চিকিৎসা উপকরণ সংশ্লিষ্ট উপজেলায় পাঠাতে যেমন বেগ পেতে হচ্ছে, তেমনি অবরোধ কর্মসূচি মাথায় রেখে শুক্রবারসহ অন্যান্য বন্ধের দিনে কার্যক্রম চালাতে হচ্ছে। একই সঙ্গে স্বাস্থ্য প্রশাসন শঙ্কায় আছে ২৫ জানুয়ারি থেকে শুরু হওয়া হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উপকরণ পাঠানো নিয়ে।

২১ ডিসেম্বর ২১তম জাতীয় টিকাদান কর্মসূচি। কর্মসূচি সফল করতে ৩০ নভেম্বর ছিল 'জাতীয় টিকা দিবস এবং হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদযাপন' উপলক্ষে বিভাগীয় অ্যাডভোকেসি সভা। কিন্তু হরতাল-অবরোধসহ রাজনৈতিক নানা কর্মসূচির কারণে ওই দিন সভা করা হয়নি। অবশেষে গতকাল বেলা ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় চট্টগ্রাম বিভাগের ১১ জেলার ১১ জন সিভিল সার্জনের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু অবরোধের কারণে সভায় চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ছাড়া অন্য ১০ জন উপস্থিত ছিলেন না। এ ছাড়া জাতীয় টিকা দিবসের নানা উপকরণ উপজেলা ও ইউনিয়নে পেঁৗছাতে কর্তৃপক্ষকে শুক্রবার ও বিজয় দিবসের দিকে তাকিয়ে থাকতে হয়েছে। জেলা সিভিল সার্জন অফিস থেকে শুক্রবার ও ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিনে উপজেলায় টিকাদান কর্মসূচির উপকরণ পাঠাতে হয়।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সরফরাজ খান চৌধুরী বাবুল বলেন, রাজনৈতিক কর্মসূচির কথা মাথায় রেখে আমরা বন্ধের দিনেই টিকাদান কর্মসূচির উপকরণ উপজেলায় পাঠিয়ে দিয়েছি। কারণ জাতীয় এই কর্মসূচির বিষয়টা আমাদের বিবেচনায় ছিল। আগে থেকেই টিকাদানের উপকরণ পাঠানোর কারণে এ কাজ সম্পন্ন করতে কোনো সমস্যায় পড়তে হয়নি।

স্বাস্থ্য অধিদফতর চট্টগ্রাম বিভাগের পরিচালক ডা. কাজী সফিকুল আলম বলেন, টিকাদান কর্মসূচির গতকাল অনুষ্ঠিত প্রথম অ্যাডভোকেসি সভায় বিভাগের ১১ জনের মধ্যে ১০ জন সিভিল সার্জন উপস্থিত ছিলেন না। কারণ আমরা শুনেছি অনেক জেলায় রিকশাও চলতে পারছে না। তাই তাদের আমরা এ-সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি। তিনি বলেন, ২৫ জানুায়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি হলো হাম-রুবেলা টিকাদান কর্মসূচি। এ কর্মসূচিতে ওষুধ ও অন্যান্য উপকরণ তুলনামূলক বেশি ব্যবহার হয়। তাই এটা নিয়েই এখন আমরা দুশ্চিন্তায় আছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.