আমাদের কথা খুঁজে নিন

   

জেলখানার মতো বাড়ি!!!!!

চীনের জনসংখ্যা একশ’ কোটি ছাড়িয়ে গেছে। অতিরিক্ত জনসংখ্যার চাপে দেশটিতে আবাসন সঙ্কট রয়েছে। কোনো কোনো প্রদেশের প্রান্তিক জনগোষ্ঠী এখনও বস্তি, নদী ও রাস্তার ধারে ছোট কুটিরে বাস করছে। তাদের কথা মাথায় রেখে দেশটির হাইনান প্রদেশের দাদুন গ্রামে নতুন আবাসিক এলাকা গড়ে তুলেছে কর্তৃপক্ষ। বাড়িগুলোর প্রতিটি একই ডিজাইন ও রংয়ে তৈরি।

ধূসর রংয়ের ওই বাড়িগুলোর লম্বা সারি দৃষ্টিসীমাকেও হার মানাবে। ১ ফুট দূরত্বে ১ হাজার ২৯টি বাড়ি তৈরি করা হয়েছে। প্রতিটির আয়তন ২৫৩ বর্গমিটার। সাড়ে ৩ হাজার গ্রামবাসীর আবাসন সঙ্কট নিরসন করবে এটি। দূর থেকে মনে হবে জেলখানা।

দ্বিতল বাড়ির সামনে রয়েছে ছোট দুটি বারান্দা। ছাদে ছোট একটি কক্ষ। জানা যায়, ওই আবাসিক এলাকার কাজ শুরু হয় ২০১০ সালের অক্টোবরে। গত কয়েক সপ্তাহ ধরে লোকজন বাড়িগুলোতে উঠতে শুরু করেছে। দেশটির ক্ষুদ্র লি নৃগোষ্ঠীর শ্রমিক শ্রেণীর জন্য এগুলো নির্মিত হয়েছে।

আলিশান ভবন নির্মাণের ক্ষেত্রে চীনের রিয়েল এস্টেট কোম্পানিগুলোর সুনাম বহু দিনের। তবে ২০১১ সালে বিশেষজ্ঞরা সরকারকে সতর্ক করে বলেছেন, রিয়েল এস্টেট কোম্পানিগুলো যেসব সুদৃশ্য ভবন নির্মাণ করছে সেগুলো সাধারণ নাগরিকদের ক্রয়ক্ষমতার বাইরে। এরপর থেকে চীনের আবাসন নিরাপত্তা ব্যুরো কম খরচে বাড়ি নির্মাণে মনোযোগী হয়েছে। যাতে সুলভে লোকজন সেগুলোতে স্বাস্থ্যকর পরিবেশে থাকতে পারে।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.