শিক্ষা আনে চেতনা , চেতনা ঘটায় বিপ্লব আর বিপ্লব দেয় মুক্তি
বাংলা সিনেমার কিংবদন্তী মহানায়িকা সুচিত্রা সেন আজ শুক্রবার সকাল ৮ টা ২৫ মিনিটে কলকাতার বেলভিউ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন , মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮২ বছর । বেশ কিছুদিন যাবত তিনি শ্বাসকষ্ট জনিত অসুখে ভুগছিলেন ।
সুচিত্রা সেনের জন্ম ১৯৩১ সালের ৬ই এপ্রিল ব্রিটিশ ইন্ডিয়া বর্তমানে বাংলাদেশের পাবনা জেলাতে , তার বাবার নাম করুনাময় দাসগুপ্তা পেশায় একটি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন এবং মা ইন্দিরাদেবী গৃহকর্তি ছিলেন , ছবিতে আসার আগে তার পারিবারিক নাম ছিলো রমা দাসগুপ্তা ।
১৯৫২ সালে তার প্রথম সিনেমাতে অভিষেক হয় " শেষ কোথায় " সিনেমা দিয়ে কিন্তু ছবিটি আজ পর্যন্ত মুক্তি পায়নি । পরে একই বছর তিনি অভিনয় করেন বাংলা সিনেমার মহানায়ক উত্তমকুমার এর সাথে " সাড়ে চুয়াত্তর " ছবিতে ।
পরে এই উত্তম-সুচিত্রা জুটি বাংলা সিনছিত্রা একে একে অসংখ্য ভালো ছবির উপহার দেয় , বলা হয় বাংলা ছবিতে তাদের মতো জুটি আর কখনো আসবেনা ।
সুচিত্রা সেন সিনেমাতে আসার আগে ১৯৪৭ সনে বাঙালি শিল্পপতি দিবানাথ সেন এর ছেলে আধিনাথ সেন এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন । ব্যাক্তিগত জীবনে তিনি এক কন্যার জনক , তার মেয়ে মুনমুন সেন বাংলা ও অন্যান্য ভাষার ছবির অভিনেত্রী এবং তার দুই নাতনি রিয়া এবং রাইমা সেন বাংলা ও হিন্দি ভাষা সহ অন্য ভাষাতে অভিনয় করছেন ।
ভারত সরকার তাকে ১৯৭২ সালে " পদ্মশ্রী " পুরুস্কারে ভূষিত করেন এবং ২০০৫ সালে তাকে " দাদা সাহেব ফালকে " পুরুস্কারে ভূষিত করেন কিন্তু তিনি তাহা নিতে অপরাগতা প্রকাশ করেন । মহানায়ক উত্তম কুমার এর মৃত্যুর পরে তিনি একবারে লোকচক্ষুর অন্তরালে চলে যান ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।