আমাদের কথা খুঁজে নিন

   

কি পেয়েছি আমরা !



কি পেয়েছি আমরা যা চেয়েছিলাম ক্ষনে ক্ষনে হাজারো সংগ্রাম হয়েছিল যাকে প্রতিষ্ঠার স্মরণে ? ত্রিশ লক্ষ শহীদের রক্তে যে ইতিহাস হয়েছিল লেখা সেই ইতিহাস রক্ষায় অনেকেই দিয়েছিল প্রান মনের আনন্দে । সেই ইতিহাসের মর্যাদা আমরা কি পেরেছি রাখতে ? যা আজ বিকৃতির পথে কিছু মানুষের ষড়যন্ত্রে । আজও কি আমরা পেরেছি ৭১ এর দালাল ও দেশদ্রোহীদের এই দেশ থেকে তাড়াতে ? যেথায় রয়েছে তাদের দোসর । আমরা বাঙালিরা কি শুধু অবহেলার জাতি ? শুধুই কি অবহেলা আমাদের কাম্য ? - না কি এ থেকে কোন মুক্তির পথ খুজে বের করার নেই কারো সাধ্য ? অবহেলার জগতের বাইরেও যে একটি জগৎ আছে যে জগতের স্বপ্ন শুধুই কি স্বপ্ন ? সন্ধান কি তার হবে না কখনো ? দেশটা তো আজ ধ্বংসের মুখে হাজারো অসভ্যতা,অপসংস্কৃতিতে ভরে গেছে স-ম্ভিত হয়ে গেছে দেশের সব কিছু যা ছিল এই দেশের ঐতিহ্য সহায় সম্বল । তাহলে কি আশা নিয়ে জাতি আজও বেঁচে আছে ? পারবে কি তারা শহীদদের ঋন শোধরাতে ? পারবে কি তারা ফিরিয়ে দিতে বুক খালী হওয়া স্বামী সন-ান হারা নারীটিকে ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।