আমাদের কথা খুঁজে নিন

   

প্রস্তাবিত ট্রুথ কমিশন এবং বাংলাদেশ প্রেক্ষাপট........

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

কয়েকদিন আগে উপদেষ্টা পরিষদের সভায় ' ট্রুথ কমিশন ' প্রস্তাবনা অনুমোদন করা হয়েছে। এই কমিশনের মূল কাজ হবে সকল দূর্নীতিবাজ যারা তাদের দোষ স্বীকার করবে, তাদেরকে আর্থিক জরিমানা করে জেল খাটা থেকে মুক্তি দেয়া। ব্যাপারটা আমার কাছে খুবই হাস্যকর মনে হচ্ছে। কারণ, দূর্নীতি আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে এমনভাবে ছেয়ে গেছে যে, দূর্নীতির মাধ্যমে অনেকেই আজ সম্পদের পাহাড় গড়ে তুলেছে।

তাদেরকে যদি ট্রুথ কমিশনের সুবিধাটি দেয়া হয়, তাহলে তো অপরাধের সঠিক বিচারটা হলো না; শুধুমাত্র জরিমানা দিয়ে তারা রক্ষা পেয়ে যাবে, জেলে যেতে হবে না --- এতে করে তো দুর্নীতিবাজরা উৎসাহ পেয়ে যাবে। যারা দূর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছে, তাদের তো টাকার অভাব নেই, সুতরাং আর্থিক জরিমানার পরিমানটা তাদের গায়েই লাগবেনা। এক্ষেত্রে অন্যান্য দেশের উদাহরণ দেয়া হচ্ছে, বলা হচ্ছে যে অন্যান্য অনেক দেশে এরকম ' ট্রুথ কমিশন ' আছে। কিন্তু অন্যান্য দেশ তো আর আমাদের মত দুর্নীতিতে বছরের পর বছর চ্যাম্পিয়ন হয় না, তাই তাদের ক্ষেত্রে ' ট্রুথ কমিশন ' এর ধারণাটা ঠিকই আছে। কিন্তু বাংলাদেশে এটি চালু হওয়া মানেই হচ্ছে প্রকারান্তরে দুর্নীতিবাজদের উৎসাহিত করা।

বর্তমানে দুদক যেভাবে কাজ করছে, সেটিকে আরো কার্যকর করে সকল দুর্নীতিবাজদের উপযুক্ত শাস্তি (জেল+আর্থিক জরিমানা) নিশ্চিত করাটাই জরুরী, ' ট্রুথ কমিশন ' এক্ষেত্রে কোন উপযুক্ত ফল বয়ে আনবে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.