আমি জানিনা......তবে শূন্য। শূন্যতার ব্লগে স্বাগতম......। বিদেশ বিভূই এ এসে ও মানুস রাজনৈতিক প্রতিহিংসা বপন করে মনে.........গত সপ্তাহে কাতার সিটি সেন্টার এর সামনে দাডিয়ে একমনে সিগারেট টানছি আসলে আমি গাডীর জন্যে অপেক্ষা করছিলাম হঠাৎ কানে আসল.....বাংলা শব্দ একেবারে আমার আঞলিক ভাষা,দৃষ্টি এদিক ওদিক করে খুজে পেতে কষ্ট হলনা কিন্তূ তাদের আলাপের বিষয়বস্তূ শোনার পর আমি নির্বাক।একজন বেগম খালেদা জিয়াকে অন্যজন হাসিনাকে ধূয়ে ফেলছে।ভাগ্য ভালো তাদের ভাষা বুঝার মত অন্য কেউ ছিলোনা,আসলে তাদের কাছে আমি গিয়েছিলাম পরিচিত হওয়ার জন্যে কিন্তূ তাদের শব্দ প্রয়োগের শালীনতায় আমি নিজ থেকে লজ্জিত হয়ে পরেছি,যদি পরিচিত হতাম হইত দেখা যেত তারা আমার এলাকার কেউ.............কিবা খুব কাছের কেউ।(চাটগাইয়া গালি সর্ম্পকে ধারণা থাকলে ছোখ বন্ধ করে আইডিয়া করে নেন) গতকাল রাতে খাবার খেতে গেলাম সেখানে ও বাংলার রাজনীতি,আমিসহ ৮ জন বাংগালী সেখানেই এই অবস্তা।আমাদের মধ্যে আমি ছাডা মোটামোটি সবাই একেকজন রাজনৈতিক বিশেষঞ।খাবারের টেবিলের ৪৫ মিনিট সময়ে আমি তাদেরকে জতীয়তা ও জাতি এই দুই শব্দের পার্থক্য বোঝাতে পারলামনা.......তারাও আমায় বি এন পি,আওয়ামী লীগ কিবা জামাত জতীয় পার্টির মধ্যে পার্থক্য বোঝাতে পারলোনা.........। অবশেষে ভাবলাম আমি মানুষটা শিক্ষক হিসেবে তো নয়ই ছাত্র হিসেবে ও তেমন সুবিদের না......কেউ যদি পারেন একটু বোঝাই (মাথার উপর) দিয়েন..........।আর না,অফিস এ ............
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।