লিখার তেমন কিছু নাই। পাড়ায় পোলাপান বিজয় দিবস পালন করছে। গতকাল রাত থেকে সাউন্ড সিস্টেম এনে গান বাজাচ্ছে। রাত আটটা থেকে। যত নতুন হিন্দি গান আছে সব ফুল ভলিউমে বাজাচ্ছে।
ঠিক বারটায় হঠাত কানে এল "আমার সোনার বাংলা,আমি তোমায় ভালবাসি.........। "তারপর আবার হিন্দি।
সকালে ঘুম ভাঙল আবার গানের আওয়াজ এ। খুব সুন্দর সুন্দর দেশের গান। সকালটাই ভাল হয়ে গেল।
অনেকক্ষন ধরে পরিচিত সব দেশের গান শুনতে পেলাম। ভাল লাগল।
হঠাত আবার কানে এল "রানী তু ম্যায় রাজা"......আবার "হালকাট জাওয়ানী"............বুঝলাম আবার শুরু হয়ে গেছে।
যাই হোক পোলাপান অনেক কিছুই বুঝেনা। কিন্তু বুঝতে পেরেছে বা জানে আজ বিজয় দিবস।
এটাকে পালন করছে। একসময় যখন বুঝবে এটার আসল মহাত্ন্য সেদিন আর এই হিন্দি গান বাজাবেনা আশা করি। ওদেরই কি দোষ যেখানে যে হুজুগ!উপলক্ষ মানেই যেখানে হিন্দি গান সেখানে ওদের কি আর দোষ দেয়া যায়।
সবাইকে বিজয় দিবসের অনেক শুভেচ্ছা। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।