ধর্ষণের শিকার ছয় বছরের শিশুকে ধর্ষণকারীর ছেলের সঙ্গে বিয়ে দেয়ার নির্দেশ দিয়েছেভারতের রাজস্থানের কোটা জেলার গ্রাম পঞ্চায়েত। ধর্ষণের শিকার শিশুটির বাবা-মায়ের অনুরোধের প্রেক্ষিতেই সমপ্রতি পঞ্চায়েত এ ধরনের সদ্ধিান্ত দিয়েছে।
৪০ বছর বয়সী এক প্রতিবেশী ছয় বছরের শিশুটিকে কয়েক দফা ধর্ষণ করেছে বলে অভিযোগ করা হয়েছে। এ অবস্থায় ধর্ষণের শিকার শিশুটির বাবা-মা ধর্ষকের ১০ বছর বয়সী শিশুপুত্রের সঙ্গে তাদের কন্যার বিয়ে দেয়ার ব্যবস্থা করতে পঞ্চায়েতের কাছে আবেদন করেন। শিশু বয়সে বাগদান এবং বিয়ের ঘটনা রাজস্থানে খুবই সাধারণ বিষয়।
তাই কৈশোরে উপনীত হওয়ার আগেই সেখানকার মেয়ে শিশুরা শ্বশুর বাড়িতে চলে যায়। মেয়ে শিশুটির মা বলেছেন তার ছেলের বয়স ১০-১২ বছর। তাই আমরা বলেছি তাদের এখন বিয়ে দেয়া হোক বা বাগদান হয়ে থাক। তারা বড় হলে আনুষ্ঠানিক ভাবে আমরা তাদেরকে আবার বিয়ে দেব। নিজেদের সম্মান বাঁচাতেই তারা এ ধরনের প্রস্তাব করেছেন বলে জানিয়েছেন।
কিন্তু ধর্ষণের দায়ে অভিযুক্ত ব্যক্তি পঞ্চায়েতের এ নির্দেশ মানতে অস্বীকৃতি জানিয়েছে। সে বলেছে- ওই শিশুকে সে নিজেই বিয়ে করবে। ধর্ষকের এ ধরনের বক্তব্যের পর মেয়ে শিশুটির পরিবার পুলিশের শরণাপন্ন হয়েছে। পুলিশ ওই ধর্ষককে বৃহস্পতিবার গ্রপ্তোর করেছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।