যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
দুসংবাদ কর্ষণ করে মিতব্যয়ী সংবাদে ছো্ট্ট একটা নোটিশ
মৃতু্য স্থগিত হয়েছে, পিন্ডিতে চবকানো রেড মিট জোয়ান শেয়াল
আজকের ধর্ষণ কোন এক অসহায় নারীকে ঘিরে
আসুন একটা বিবৃতি দেই
কেটে দেই সুখের পরিধান - হাতে হাত রেখে প্রতিবাদ করি
নেয়া হয় নাই দলে, কেন কেন কেন!
এ ধর্ষণে সামিল হতে কি পারি না
পৌরুষ আহত সাবালিকার রোষানলে
যখন পেড়ুবো দশ দিগন্ত তখন হাওয়ার জানালায়
দেখি প্রহরারত বস্রে ঝুলে থাকা টগবগে স্তন্য, যোনী
মৃতু্য দিতে হবে কারণ দেখেছি কামুক চোখে।
যদিও স্থগিত মৃতু্য কোন বেঁচে থাকা নয়
তবুও মনে হয় বেঁচে গেছি অবশেষে
আসুন প্রতিবাদ করি - এ ধর্ষণের পরেই হোক অপমৃতু্য
দৃষ্টি যদি আহত করে তবে আমার চোখের নাই অধিকার
দেখতে গিয়ে সন্ত্রস্ত থাকতে হবে চোখের ভাষা নিয়ে!
এর চেয়ে স্থগিত মৃতু্য ত্বরিত করো এ ধর্ষকের!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।