আমাদের কথা খুঁজে নিন

   

ফেদেরার ও জোকোভিচের জয়, বাদ স্টোসার

মার্কিন টিনএজার ভিক্টোরিয়া ডুভালের কাছে ৫-৭, ৬-৪, ৬-৪ গেমে হেরে গেছেন ১১তম বাছাই অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসার। ২০১১ সালে এ টুর্নামেন্ট জিতেছিলেন তিনি।
গ্র্যান্ড স্ল্যামে এ নিয়ে দ্বিতীয়বারের মতো সুযোগ পেয়েই বাজিমাত করলেন হাইতি বংশোদ্ভূত ১৭ বছর বয়সী ডুভাল।
১৭টি গ্র্যান্ড স্লাম জয়ী সুইস তারকা রজার ফেদেরার ৬-৩, ৬-২ গেমে হারিয়েছেন স্লোভানিয়ার গ্রেগা জেমইয়াকে। আগের টুর্নামেন্টেগুলোয় খারাপ ফলের জন্য সপ্তম বাছাই হিসেবে ইউএস ওপেন শুরু করেছেন তিনি।
শীর্ষ বাছাই জোকোভিচ ৬-১, ৬-২ গেমে হারিয়েছেন লিথুয়ানিয়ার রিচার্ডেস বেরেনকিসকে।
ছেলেদের বিভাগে প্রথম রাউন্ডে জয় পেয়েছেন পঞ্চম বাছাই চেক রিপাবলিকের টমাস বেরডিচ, দশম বাছাই কানাডার মিলোশ রাওনিচ এবং ১৩তম বাছাই যুক্তরাষ্ট্রের জন ইসনার।
মেয়েদের বিভাগে পরের রাউন্ডে উঠেছেন গতবারের রানার-আপ দ্বিতীয় বাছাই ভিক্টোরিয়া আজারেঙ্কা ও চতুর্থ বাছাই ইতালির সারা এররানি।
ষষ্ঠ বাছাই ডেনমার্কের ক্যারোলিন ওসনিয়াকি, সপ্তম বাছাই ও ২০১১ সালের উইম্বল্ডন চ্যাম্পিয়ন পেত্রা কেভিতোভা এবং ১৩তম বাছাই সার্বিয়ার আনা ইভানোভিচও প্রথম রাউন্ডে জয় পেয়েছেন।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.