আমাদের কথা খুঁজে নিন

   

ফেদেরার ও এডবার্গের ‘মেলবন্ধন’

সাবেক এক নম্বর খেলোয়াড় এবং ৬টি গ্র্যান্ড স্লাম জয়ী এডবার্গকে পাশে পেয়ে উচ্ছ্বসিত ফেদেরার। রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লাম জয়ী বলেন, “স্টেফান আমার ছেলেবেলার নায়ক। তার সঙ্গে সময় কাটাতে এবং তার কাছ থেকে কিছু শিখতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।”

২০১২ উইম্বলডনে চ্যাম্পিয়ন হয়ে সর্বশেষ গ্র্যান্ড স্লাম জয়ের মধুর স্বাদ পাওয়া ফেদেরারের পাশে দাঁড়াতে পেরে এডবার্গও আনন্দিত। তিনি বলেন, “রজারের দলের অংশীদার হতে পেরে আমি সত্যিই রোমাঞ্চিত। আশা করি আমরা দুজনে মিলে তার সেরা খেলাটা ফিরিয়ে আনতে পারবো।”

নতুন দায়িত্বে এডবার্গের প্রথম ‘অ্যাসাইনমেন্ট’ অস্ট্রেলিয়ান ওপেন। ২০১৪ সালের প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট শুরু হবে ১৩ জানুয়ারি থেকে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.