যুদ্ধাপরাধীর বিচার ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবী করছি
গতকাল দেখছিলাম জার্মানী - পর্তুগালের খেলা। ভাবছিলাম আমরা কোথায়। মাত্র ২০ বছরের মালদ্বীপ সাফ ফুটবলে চ্যাম্পিয়ান।
তখন পাশে বসে থাকা একজন বললেন - আরে এতো হতাশ হচ্ছেন কেন? কে পেরেছে পাঁচ বার দূর্নীতিতে চ্যাম্পিয়ান হতে?
তাইতো - এতো হৈ চৈ করে রুই কাতলা ধরার পরও বর্তমান সরকার সর্বগ্রাসী দূর্নীতির মুখে লাগাম দিতে ব্যর্থ।
এরই একটা প্রতীক হতে পারে - এই ছবিটি।
আমাদের সবার উচিত - দূর্নীতির মূর্ত প্রতীক এই স্থাপনাটিকে জাতীয় ঐতিহ্য হিসাবে ঘোষনা করা হউক। আর যারা এই মহান র্কীতির সাথে জড়িত তাদের বিশেষ মর্যাদাপূর্ন পদক দেওয়ার বিশেষ বিবেচনা করা হউক।
লজ্জা যেখানে পুরোপুরি ধুয়ে গেছে - সেখানে গর্ব করার মতো এতো ভাল র্কীতি কি আর পাওয়া যাবে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।