আমাদের কথা খুঁজে নিন

   

শুনি সাঁঝবেলার সে গান, মন বায় একা উজান

আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছো বসি আমার ব্লগখানি কৌতুহল ভরে

শুনি সাঁঝবেলার সে গান মন বায় একা উজান সরে সরে যায় তটভূমি ........ হবে স্বপ্নেরই উপাদান সময়ের স্রোত বয়ে যায় লক্ষ্য মন খুঁজে পায় সোজা আঁকাবাকা জীবনের গতিপথে তাই .... হাসি কান্না অভিমান সবই মৃত্যুর অনুদান সরে সরে যায় তটভূমি ........ হবে স্বপ্নেরই উপাদান শুনি সাঁঝবেলার সে গান মন বায় একা উজান মন মাঝি খেয়া বায় অকূলের স্রোতে ভেসে যায় পড়ে থাকে স্মৃতির অতলে ..........সংশয় রাত শেষে ভোরের আজান সবই সমাপন , কলতান সরে সরে যায় তটভূমি ........ হবে স্বপ্নেরই উপাদান শুনি সাঁঝবেলার সে গান মন বায় একা উজান গানের লিংক : ইস্নিপস লিংক ইউটিউব লিংক (রাতের শেষ প্রহরে আকাশভাঙা অশ্রুধারা যখন আমার বিষন্নতার কাছে ম্লান , সঙ্গ দেয় আমায় শুধু সাঁঝবেলার সে গান)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.