শোনা যাচ্ছিল আসন্ন মৌসুমে ঢাকা আবাহনী লিমিটেড ফুটবলে শক্তিশালী দল গড়বে না। না, প্রথম দিকে নীরব থাকলেও কর্মকর্তারা এ ব্যাপারে এখন বেশ সক্রিয়। ফুটবল দলের ম্যানেজার সত্যজিত দাশ রুপু জানালেন ২৫ সেপ্টেম্বরের পর তারা দলবদলের কাজ সেরে ফেলবেন। কারা কারা আসছেন এ ব্যাপারে তিনি নির্দিষ্ট করে কারোর নাম উল্লেখ না করলেও এতটুকু নিশ্চয়তা দেন সমর্থকদের সন্তুষ্ট করতে পারব। যাক দেশি ফুটবলারের নাম না বললেও গত লিগে সর্বোচ্চ গোলদাতা ঢাকা মোহামেডানের বিদেশি খেলোয়াড় মরিসনকে আবাহনীতে দেখা যাবে বলে রুপু জানান।
তিনি বলেন, ওর সঙ্গে আমাদের চূড়ান্ত আলাপ হয়ে গেছে। এখন আর মরিসনের অন্য কোথাও খেলার সম্ভাবনা নেই। রুপু বলেন, মরিসন ছাড়াও তার দল এবারে ভালোমানের বিদেশি সংগ্রহ করবে। এরই মধ্যে বেশ ক'জনার সঙ্গে আলোচনা হয়েছে। এদিকে আবাহনীতে এবার নতুন বিদেশি কোচ দেখা যাবে।
গত দুই মৌসুম ইরানি কোচ থাকলেও দলে এবার এশিয়ার কেউ দায়িত্ব পালন করবেন না। ব্রাজিল, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড ও নাইজেরিয়ার কোচের সঙ্গে আলোচনা চলছে। আগামী সপ্তাহে কোচ চূড়ান্ত হবে বলে রুপু জানান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।