এলেমেলো কথাবার্তা tutul@amrabondhu.com
আবাহনী হারছে মোহামেডান এর কাছে... এ আর এমন কি? এরম নাকাল আবাহনী অনেক হৈছে। যদি লজ্জা শরম থাকতো তাইলে ফুটবল খেলাই ছাইরা দিত এতদিনে। তারা আবার টেবিল গেম ভালা পায় তো.. সালাউদ্দিন বাফুফে তে আইছে .. শুরু হৈছে আবাহনীর লম্ফঝম্ফ... বুদ্ধিমান মানুষ মুখ টিপা হাসে আবাহনীর কর্মকাণ্ডে... কিন্তু আবাহনীর কোন শরম-ই নাই... পুরা বেশরম .. বে লাজ..
আবাহনী জেতার জন্য তার সমর্থকরা কি করে?
ক. এক স্কুল ছাত্র পাড়ার একটি নেড়ী কুকুরকে ধরে এনেছে বাসায়। রীতিমতো খাবার খাইয়ে আপ্যায়ন করেছে। কুকুরটির একমাত্র বৈশিষ্ট্য- কুকুরটি একেবারে কুচকুচে কালো।
খেলার দিন দুপুরে কুকুরকে ভালভাবে আপ্যায়িত করার কারণে তার প্রিয় দলের জয়। এই পদ্ধতি সে কোথা থেকে শিখেছে জানতে চাইলে বললো- সে গুণেছে কোলকাতার সমর্থকরা এ কাজটি করে থাকেন। সে জন্য সে করেছে। আর তার পদ্ধতি সে একেবারে শতভাগ কার্যকরী তা সে আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে।
খ. কৌশিকদা লক্ষ্য করেছেন, তিনি খেলা দেখলেই প্রিয় দল হারে।
কাজেই, তিনি এবারে টিভি সেটের সামনেই যাননি এবং অবধারিতভাবে....।
কি বুঝলেন তাগো সমর্থকদের কাহিনি? মোহামেডান ভাল সবসময় খেলে বাংলার মানুষের মন জয় করেছে... ভবিষ্যতেও তাই করবে। মোহামেডান কখনোই টেবিল গেম খেলে না... পছন্দও করে না... মোহামেডান বিশ্বাস করে মানুষের সন্তুষ্টি আর ভালবাসার চাইতে বড় কিছুই নাই
মাঠে মোহামেডান এর কাছে হাগুমুতু করতে করতে এখন তাদের সমর্থকদের মুখেও হাগুমুতু চলে আসছে... ধিক সেই সকল সমর্থকদের
জ্বীনের বাদশার এই পোস্টে গিয়ে ম্যানইউ ও চেলসির মধ্যে কে জিততে পারে সেই প্রেডিকশন করে আসুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।