আমাদের কথা খুঁজে নিন

   

রক্তদান মহান কাজ



এটা জেবতিক আরিফের জন্য - আমার প্রিয় ব্লগারদের একজন। ভারত স্বাধীনতা-পুর্বকালে রংপুর-দিনাজপুর অঞ্চলের বিখ্যাত 'তেভাগা' আন্দোলনের সম্পর্কে আপনারা অনেকেই অবহিত । এই আন্দোলনে অংশগ্রহন কারীদের মধ্যে অন্যতম কমরেড অসিত ঘোষের চতুর্থ প্রয়াণ দিবস উপলক্ষে আজ বিকেলে একটি স্মরণসভা ও আলোচনা চক্রের আয়োজন করেছেন তাঁর অনুরাগীবৃন্দ। এরা আজ সকালে স্বেচ্ছা-রক্ত দানের আয়োজনও করেছিলেন । আমি কমরেড অসিত ঘোষের অনুরাগী।

স্কুল কলেজে ছাত্র-আন্দোলনে অংশগ্রহন করার সময়কালে আমি তাঁর সংস্পর্শে আসি। আমি অনুভব করেছিলাম তাঁর বিরাট ব্যক্তিক্ত, তাঁর বিচক্ষণতা ও আন্দোলন পরিচালনার ক্ষুরধার বুদ্ধিমত্তা। তিনি ছিলেন ছাত্রযুবদের প্রিয় কমরেড। স্মৃতিচারণা করবনা । শুধু স্বেচ্ছা-রক্ত দান বিষয়ে কিছু বলতে চাই।

সকাল দশটা থেকে রক্ত দানের পর্ব শুরুর কথা উদ্যোক্তারা ঘোষণা করেছিলেন। আমি অফিসে আসার আগেই রক্ত দানটা সেরে ফেলতে চাই বলে তাড়াতাড়ি ন'টার মধ্যেই অনুষ্ঠান মঞ্চে চলে আসি। এসে দেখি আমার মতো অনেকেই তাড়াতাড়ি রক্ত দানটা সেরে ফেলতে চান এবং সকাল থেকেই উদ্যোক্তাদের তাগাদা দিয়ে সকাল ন'টাতেই রক্তদান পর্ব শুরু করতে বাধ্য করেছেন। যদিও ব্লাড-ব্যাঙ্ক কর্তৃপক্ষ রক্ত নেবার জন্য দশটি বেডের ব্যবস্থা করেছিলেন আমি সকাল সাড়ে ন'টাতে একান্ন নম্বরে রক্তদান করতে পারলাম । দেখলাম কাতারে কাতারে লোক আসছেন রক্ত দেবার জন্য ।

ব্লাড-ব্যাঙ্ক কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে তারা শ'তিনেক লোকের রক্ত নেবার মতো ব্যবস্থা রেখেছেন। আসবার সময় শুনি ন্যুনপক্ষে শ'পাঁচেক লোকের রক্ত নেবার ব্যবস্থা করার জন্য ব্লাড-ব্যাঙ্ক কর্তৃপক্ষকে উদ্যোক্তাদের পক্ষ থেকে অনুরোধ জানানো হচ্ছে। কমরেড অসিত ঘোষ অমর রহে। তিনি মানুষের মাঝেই বেঁচে রয়েছেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.