আমাদের কথা খুঁজে নিন

   

স্বেচ্ছা রক্তদান কর্মসূচী



বাংলাদেশের বর্তমান জনসংখ্যা প্রায় ১৫ কোটি। এত বিশাল জনসংখ্যা নিয়ে দেশের সরকারের পক্ষে সকল কাজ একা করা বেশ কষ্টসাধ্য। জনসংখ্যা অনুপাতে চিকিৎসা সেবা কেন্দ্র খুবই সীমিত। কোটি কোটি মানুষ চিকিৎসা সেবা থেকে বন্ছিত। প্রতিদিন দেশে যে পরিমান দুর্ঘটনা, অপারেশন, থেলাসেমিয়া রোগী সহ অন্যান্য রোগীর রক্তের প্রয়োজন তার খুবই ক্ষুদ্র পরিমান রক্ত দৈনিক সংগ্রহ হয়।

এই বিশাল জনসংখ্যার জন্য বছরে লক্ষ লক্ষ ব্যাগ রক্তের প্রয়োজন। কিন্তু আমরা জানি প্রয়োজনীয় রক্তের ৫০ ভাগ রক্ত আসে পেশাদার রক্ত বিক্রেতার কাছ থেকে। আর পেশাদার রক্ত বিক্রেতার অধিকাংশই সিফিলিস,হেপাটাইটিস-বি,সি বা এইচ আই বি পজেটিব। ফলে দূষিত রক্ত নেওয়ার ফলে রক্ত গ্রহিতারা প্রায়ই আক্রান্ত হচ্ছেন দুরারেগ্য রোগে। বাংলাদেশে বর্তমানে কোয়ান্টাম ফাউন্ডেশন স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমে অগ্রনী ভূমিকা পালন করছে।

সাথে সাথে রেড ক্রিসেন্ট, সন্দানী, অরকা, বাঁধন, লায়ন্স ব্যাপক ভাবে এর সাথে জড়িত। তারপর ও ব্যাপক ঘাটতি রয়েছে। যাদেরই বয়স ১৮-৫৫ বছর এবং ওজন ৫০ কেজি তারা প্রতি ৪ মাস অন্তর অন্তর স্বেচ্ছায় রক্তদান করলে লক্ষ লক্ষ জীবন বাঁচাতে পারেন। বিস্তারিত জানার জন্য নিম্ন ঠিকানায় যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা:- ১১৯/পি শান্তিনগর ফোন:-৯৩৫১৯৬৯,০১৭১৪-০১০৮৬৯ ইকবাল জিল্লুল মজিদ ০১৯১২৪৪৬৭৩০


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.