আমার চোখে বর্তমান...
আজ অনেকদিন পর একজনকে রক্ত দিয়ে এলাম। এর আগে ৩-৪ বার বিভিন্ন কর্মসুচীতে রক্ত দিয়েছিলাম। এই প্রখম কাউকে পেলাম যার আমার গ্রুপের রক্তের দরকার ছিল। বেশ ভালো লাগলো।
শেষবার যখন রক্ত দিয়েছিলাম, তখন ঠিক সহ্য করতে পারিনি।
মাথা ঘুরে পরে গিয়েছিলাম। একটু পরে সেন্স ফিরলে দেখলাম কয়েকজন আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পডেছে। শার্টে রক্ত মাখামাখি। নিজের কাছে লজ্জা লাগছিল, ভালো কাজ করতে এসে অন্যদের আরো ঝামেলায় ফেললাম।
যাই হোক, এবার কোন অসুবিধা হয়নি।
তবে বারড়েমের রক্তদাতা রেজিষ্ট্রেশনের যে ফরম আছে, তা পুরন করতে গিয়ে আসলেই বিরক্ত হয়েছিলাম। পুরুষ মহিলাদের জন্য তথ্য নেবার পার্টটা আলাদা হতে পারত। সেটা হতো আরো বেশী ইফিসিয়েন্ট এবং তাতে জরুরী সময়ে অন্তত ৩০ সেকেন্ড় সময় বাচতে পারত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।